মুর্শিদাবাদে অশান্তির জেরে বন্ধ বিবেক অগ্নিহোত্রীর ছবির কাজ, ক্ষোভ উগরে দিলেন পরিচালক
ইতিমধ্যেই অশান্তির জেরে মৃত্যু হয়েছে তিনজনের। ফলে এই অশান্ত পরিস্থিতিতে কাজ করা যাচ্ছে না। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিষয়টা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবার মুখ খুললেন বাংলার বর্তমান পরিস্থিতি গত। গত কয়েকদিনে পাল্টে গিয়েছে মুর্শিদাবাদের চেনা ছবি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে উত্তাল পরিস্থিতির নানা ছবি থেকে ভিডিয়ো। যা উদ্বেগ বাড়িয়ে চলেছে সাধারণের মনে। এমনই পরিস্থিতিতে এবার বিপাকে পরিচালক বিবেগ অগ্নিহোত্রী। কারণ মুর্শিদাবাদে চলছিল তাঁর আগামী ছবি দ্য দিল্লি ফাইলস-এর শুট। তবে বর্তমান পরিস্থিতিতে শুট করা সম্ভবপর হচ্ছে না। ইতিমধ্যেই অশান্তির জেরে মৃত্যু হয়েছে তিনজনের। ফলে এই অশান্ত পরিস্থিতিতে কাজ করা যাচ্ছে না। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিষয়টা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
The land of Chaitanya Mahaprabhu, Ramkrishna Paramhans, Swami Vivekananda, Sri Aurobindo, Gurudev Tagore, Subhash Chandra Bose… the land of great renaissance…
Is Bengal the new Kashmir. pic.twitter.com/kClUIuqPPi
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 13, 2025
পরিচালক সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলা চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রীঅরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির জন্মভূমি। বাংলা নবজাগরণের জমি। বাংলা কি তবে নতুন কাশ্মীর?’ এখানেই শেষ নয়, বর্তমান পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে বিবেক বলেন, ‘মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাজ করা অসম্ভব। রাজ্য সরকার বা প্রশাসনের সহায়তা না পেলে মুর্শিদাবাদের শ্যুটিং করা সম্ভব হবে না। আগামী দিনে হয়তো মুম্বইয়ে সেট তৈরি করে বাকি শ্যুটিং সম্পন্ন করতে হবে।’





