AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যই কি কেরিয়ার ডুবিয়েছে বিবেক ওবেরয়ের? মারাত্মক সত্য সামনে আনলেন অভিনেতা

এরপর বহু ছবিতে দেখা গেলেও, হঠাৎই বলিপাড়ার লুপ্তপ্রায় অভিনেতা হয়ে থেকে গেলেন বিবেক। দুরন্ত কেরিয়ারগ্রাফ, আচমকা তলানিতে! বলিউড গুঞ্জনে রয়েছে, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেম এবং সলমন খানের সঙ্গে সরাসরি দুশমনই নাকি কেরিয়ার ডোবাল বিবেকের। এমনকী, শোনা যায়, বিবেকের কেরিয়ারের ডাউনফলের নেপথ্যে নাকি ছিলেন ঐশ্বর্যই!

ঐশ্বর্যই কি কেরিয়ার ডুবিয়েছে বিবেক ওবেরয়ের? মারাত্মক সত্য সামনে আনলেন অভিনেতা
Vivek Oberoi
| Updated on: Nov 22, 2025 | 2:55 PM
Share

বলিউডে পা রেখেই হইচই ফেলে দিয়েছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। রামগোপাল ভার্মার হাত ধরে কোম্পানি ছবি তো একেবারে পারফেক্ট শুরু। এরপর সাথিয়া ছবি বলিউডকে দিল নতুন এক রোমান্টিক হিরো। যে কিনা প্রেমেও দারুণ, অ্য়াকশনেও। এরপর বহু ছবিতে দেখা গেলেও, হঠাৎই বলিপাড়ার লুপ্তপ্রায় অভিনেতা হয়ে থেকে গেলেন বিবেক। দুরন্ত কেরিয়ারগ্রাফ, আচমকা তলানিতে! বলিউড গুঞ্জনে রয়েছে, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেম এবং সলমন খানের সঙ্গে সরাসরি দুশমনই নাকি কেরিয়ার ডোবাল বিবেকের। এমনকী, শোনা যায়, বিবেকের কেরিয়ারের ডাউনফলের নেপথ্যে নাকি ছিলেন ঐশ্বর্যই! তাঁর কথাতেই নাকি সলমনের সঙ্গে শত্রুতা করে ফেলেন বিবেক। আর তার ফলে একে একে ছবি হারাতে থাকেন অভিনেতা।

এই নিয়ে এতদিন কিছু না বললেও, এবার নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন বিবেক ওবেরয়। স্পষ্ট জানালেন, কার কারণে তাঁর বলিউড কেরিয়ার নড়বড়ে।

এক সাক্ষাৎকারে বিবেক বলেন, ”আমি যে সময় বলিউডে পা রেখেছিলাম, সেই সময় ইন্ডাস্ট্রিতে লবি দারুণভাবে অ্যাক্টিভ। এখনও তা রয়েছে। তবে আগের থেকে কিছুটা দুর্বল সেই পুরনো লবি। প্রথম দিকে পর পর যখন আমার ছবি হিট করছিল, তখন তা লবি ছাড়াই। কিন্তু বুঝতে পেরেছিলাম, লবি ছাড়া টেকা যাবে না। তবে হ্যাঁ, এক ব্যক্তিগত কারণ আমাকে লবির ছাতায় না নিয়ে গেলেও, বিরুদ্ধ করে দিল। আর সেখান থেকেই আমার পতন শুরু। ”

বিবেক আরও জানালেন, ”সেই সময় আমাকে অনেকে বুঝিয়ে ছিলেন, কেন আমি পাঙ্গা নিচ্ছি। আসলে আমি বিশ্বাস করি, যেটা হওয়ার সেটা হবেই। যদি সত্যিই আমার মধ্যে প্রতিভা থাকে, তাহলে আমাকে আটকানো যাবে না। না থাকলে, আমি হাজার চেষ্টা করলেও, হারিয়ে যাব। দেখুন, আমি কিন্তু হারিয়ে যাইনি। আরিয়ান খানের মতো এই প্রজন্মও আমাকে দিয়ে অভিনয় করাচ্ছে। আমি কিন্তু কোনও লবি না থেকেও, এই ছবির অফার পাই। শুধুই প্রতিভার জন্যই।”

ঐশ্বর্যর সঙ্গে প্রেম নিয়ে কী বলেছেন বিবেক?

সদ্য তখন সলমন খানের সঙ্গে ব্রেকআপ হয়েছে ঐশ্বর্যর। অভিষেক বচ্চনের সঙ্গে তখনও প্রেম জমেনি। ঠিক সেই সময়ই অভিনেতা বিবেক ওবেরয়ের হাত ধরলেন ঐশ্বর্য। জমল প্রেম। আর সেই প্রেমকে টেনে বক্স অফিসে সাফল্য আনতে বার বার জুটি বাঁধলেন ঐশ্বর্য ও বিবেক। কিন্তু বলিউডের গুঞ্জনে তাঁদের প্রেমের খবর সুপারহিট হলেও, বক্স অফিসে ডাহা ফেল।

এরপর আচমকাই বিবেক ও ঐশ্বর্যর প্রেমের কাহিনিতে টুইস্ট। ঐশ্বর্য তখন একের পর এক ছবি পাচ্ছেন। আর বিবেকের হাত ফসকাচ্ছে ছবি। সেই সময় বিনোদন ম্যাগাজিনে প্রকাশিত নানা গসিপ আর্টিক্য়াল অনুযায়ী, বিবেকের পড়ন্ত কেরিয়ার গ্রাফই নাকি ঐশ্বর্য ও বিবেকের ব্রেকআপের কারণ। বিবেক ঘনিষ্ঠরা মনে করেন, বিবেকের এমন অবস্থা নাকি মেনে নিতে পারেননি ঐশ্বর্য। আর তাই ব্রেকআপ করেছিলেন। শোনা যায়, বিবেকের সঙ্গে নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল ঐশ্বর্যর।

এক সাক্ষাৎকারে ঐশ্বর্য প্রসঙ্গে উঠতেই বিবেক বলেছিলেন, ব্রেকআপ আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজেকে শেষ করে দিচ্ছিলাম। মদ্যপান করেছি। প্রচুর অর্থনাশ করেছি। পড়ে বুঝলাম এসব বৃথা। যে যাওয়ার সে যাবেই। এই সাক্ষাৎকারেই বিবেক বলেছিলেন, একটা জিনিস স্পষ্ট, প্লাসটিক বিউটির ভিতর রয়েছে প্লাসটিকের একটা মন!

তবে বিবেকের এমন অভিযোগ নিয়ে কখনও মুখ খোলেননি ঐশ্বর্য। উলটে যখনই প্রাক্তন প্রেমিকদের কথা উঠেছে, তা সলমন হোক বা বিবেক, সব ক্ষেত্রেই ঐশ্বর্যর মুখে থাকত একটাই কথা, অতীত নিয়ে ভাবি না। বর্তমানেই থাকতে চাই।