AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিকিনিতে কিয়ারা, ‘ওয়ার টু’ ছবির প্রথম ঝলকে উচ্ছ্বসিত দর্শক

ছবির টিজারে সবচেয়ে কম সময় আছেন কিয়ারা। কিন্তু তাঁর বিকিনি লুকের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না সিনেমাপ্রেমীরা। অভিনেত্রী স্বস্তিকা দত্ত সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, ''জিমে গিয়ে আর কী কী করলে এই লুক পাওয়া সম্ভব?'' এমন প্রশ্নের উত্তরে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় মজা করে লিখেছেন, ''কিছু নয়। বাড়িতে একজন সিদ্ধার্থ মালহোত্রা থাকলেই হবে।''

বিকিনিতে কিয়ারা, 'ওয়ার টু' ছবির প্রথম ঝলকে উচ্ছ্বসিত দর্শক
| Edited By: | Updated on: May 20, 2025 | 2:57 PM
Share

জুনিয়র এনটিআরের জন্মদিনে দর্শকদের খুশি করে দিল টিম ‘ওয়ার টু’। এই বছর ১৪ অগস্ট মুক্তি পাবে ছবিটা। ছবির প্রথম ঝলকে জুনিয়র এনটিআরকে যেমন খলনায়কের চরিত্রে দেখা গেল, তেমনই হৃতিক রোশনের লুকে আপ্লুত তাঁর অনুরাগীরা। তবে কিয়ারা আদবানি যে বিকিনি লুকে থাকতে পারেন, সেটা আঁচ করা যায়নি।

ছবির টিজারে সবচেয়ে কম সময় আছেন কিয়ারা। কিন্তু তাঁর বিকিনি লুকের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না সিনেমাপ্রেমীরা। অভিনেত্রী স্বস্তিকা দত্ত সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, ”জিমে গিয়ে আর কী কী করলে এই লুক পাওয়া সম্ভব?” এমন প্রশ্নের উত্তরে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় মজা করে লিখেছেন, ”কিছু নয়। বাড়িতে একজন সিদ্ধার্থ মালহোত্রা থাকলেই হবে।”

লক্ষণীয় সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটাই এই বছর বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি হতে চলেছে, অগস্ট মাস পর্যন্ত হিসাব করলে। এখনও পর্যন্ত ভিকি কৌশলের ‘ছাবা’ রয়েছে এক নম্বর জায়গায়। কিয়ারার কেরিয়ারে এটা যে সবচেয়ে বড় ছবি, তা নিয়ে সংশয় নেই।

কিন্তু ‘ওয়ার টু’ করার পরেই মা হওয়ার জন্য কাজ থেকে বিরতি নিয়েছেন কিয়ারা। তাঁকে মেট গালাতে দেখা গিয়েছে বেবি বাম্প নিয়ে। পাশে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবির জন্য দীপিকা পাড়ুকোন-আলিয়া ভাটের পর কিয়ারা আদবানির নাম চলে আসতে পারে, বলিউডের টপ ফাইভ নায়িকাদের তালিকায়। অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফ এখন অভিনয়ে বিরতি নিয়েছেন। সেই অবস্থায় প্রতিযোগিতা কৃতি শ্যানন আর কিয়ারার মধ্যে। কিয়ারা ‘ওয়ার টু’-র হাত ধরে যে টিনসেল টাউনের নজর কেড়ে নিলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।