পূজার বিরুদ্ধে প্রযোজককে আটকে রেখে হুমকি দেওয়ার অভিযোগ, কী বললেন নায়িকা?
কয়েক দিন আগে নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করেন, বর কুণাল বর্মাকে পাশে নিয়ে। যেখানে তাঁরা দাবি করেছেন, এক ঘনিষ্ঠ বন্ধু তাঁদের সঙ্গে ব্যবসা করার কথা বলে, শেষ পর্যন্ত আর্থিক প্রতারণা করেছেন তাঁদের সঙ্গে। এতে পূজা আর কুণাল বড় ক্ষতির মুখে পড়েছেন, সেই কথা খোলসা করেন নায়িকা। কোন পরিচিত ব্যক্তি এমন করেছেন কুণাল আর পূজার সঙ্গে সেটা অবশ্য জানাননি তাঁরা।

কয়েক দিন আগে নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করেন, বর কুণাল বর্মাকে পাশে নিয়ে। যেখানে তাঁরা দাবি করেছেন, এক ঘনিষ্ঠ বন্ধু তাঁদের সঙ্গে ব্যবসা করার কথা বলে, শেষ পর্যন্ত আর্থিক প্রতারণা করেছেন তাঁদের সঙ্গে। এতে পূজা আর কুণাল বড় ক্ষতির মুখে পড়েছেন, সেই কথা খোলসা করেন নায়িকা। কোন পরিচিত ব্যক্তি এমন করেছেন কুণাল আর পূজার সঙ্গে সেটা অবশ্য জানাননি তাঁরা।
এরপর ১৪ জুন টলিপাড়ার প্রযোজক শ্যাম সুন্দর দে-র স্ত্রী মালবিকা দে ফেসবুকে একটা পোস্ট করেন, কিছু প্রমাণ দিয়ে। যেখানে বলা হয়, ৩১ মে শ্যাম সুন্দরকে গোয়ায় জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক জায়গায় বন্দি করে মানসিকভাবে আর শারীরিকভাবে নির্যাতন করা হয়। তাঁর ফোন কেড়ে নিয়ে বিভিন্ন তথ্য ব্যবহার করে ক্ষতি করার হুমকি দেওয়া হয়। তাঁর কাছে বিপুল অঙ্কের টাকা চাওয়া হয়েছে। শ্যাম সুন্দর TV9 বাংলাকে জানিয়েছেন, ”প্রথমে আমি ওঁদের বোঝানোর চেষ্টা করি বিষয়টা ঠিক হচ্ছে না। তারপর বাধ্য হয়ে পুলিশে যোগাযোগ করি। পুলিশ এসে আমাকে উদ্ধার করেছে। একটা ব্যবসা সংক্রান্ত কোনও মতবিরোধ হলেও, কেউ কি এমন করে হুমকি দিতে পারে বা কাউকে জোর করে আটকে রাখতে পারে?” শ্যামের অ্যাকাউন্ট থেকে পূজার কাছে কোটি-কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে, তার প্রমাণ দিয়েছেন প্রযোজকের স্ত্রী। না হলে শ্যামকে মাদক-কাণ্ডে জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, এমন দাবি প্রযোজকের পরিবারের।
পূজাকে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে, তিনি লিখেছেন, ”সত্যি সকলের সামনে আসবে দ্রুত।”





