তামাক সেবন নিয়ে নতুন প্রজন্মকে কী বললেন পরমব্রত চট্টোপাধ্যায়?
এই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি 'সোনার কেল্লায় যখের ধন ' সিনেমা হলে চলছে। এই ছবি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। মূলত এই ছবিটি 'আবার যখের ধন ' ছবির ফ্র্যানচাইজি।

বাংলা সিনেমার বুদ্ধিদীপ্ত অভিনেতা পরিচালক হিসেবে পরিচিত পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর ছবি ‘সোনার কেল্লায় যখের ধন’ ছবি মুক্তি পেয়েছে। ছবি পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি সমাজ সচেতনতা মুলক নানা কাজ ও করেন তিনি। শনিবার ৩১ মে বিশ্ব তামাক বর্জন দিবসে তাই পরমব্রত চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে তামাক বর্জন নিয়ে নতুন প্রজন্মকে সাবধান করলেন। আজ সোশ্যাল মিডিয়ায় পরমব্রত বলেন, ” আমরা সকলেই স্কুল কলেজ জীবনে সিগারেট সেবন করে থাকি। এই বিষয়টাকে সবাই খুব কুল ভেবে থাকি। এর পরবর্তী সময়ে নানা ধরণের অবসাদ বা অন্য সমস্যায় এটাই আমাদের বদ অভ্যাসে পরিনত হয়। আমারও এই বদ অভ্যাস ছিল, তবে গত এক বছর আমি তামাক বর্জন করেছি। ভাল আছি। আমি নতুন প্রজন্মের সকলকে বলব , আপনারা তামাক থেকে দূরে থাকুন। তামাক সেবন একদমই কুল বিষয় নয়। তামাক সেবন না করলে শরীর সুস্থ থাকে। ভাল থাকুন। ” পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী যেমন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁদের সঙ্গে অবশ্যই পরমব্রত চট্টোপাধ্যায়ের ফ্যানরাও সেই খবরের অপেক্ষা করেছেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমাহলে চলছে। এই ছবি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। মূলত এই ছবিটি ‘আবার যকের ধন ‘ ছবির ফ্র্যানচাইজি। এখন অন্য ইন্ডাস্ট্রির মতো বাংলাতেও কোনও ছবি হিট করলে সেই ছবির সিক্যুয়েল তৈরি হতে থাকে। তাই ‘আবার যকের ধন’ হিট হওয়ার পর এই ছবির পর-পর সিক্যুয়েল তৈরি হচ্ছে। এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তী। কোয়েল মল্লিকের দ্বিতীয় সন্তান হওয়ার পর এটি তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
