AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আপনাদের একটাই অনুরোধ…’, মা আর নেই, কী আবেদন করলেন ঋতুপর্ণা

Rituparna Sengupta: খবর পাওয়া মাত্রই ঘনিষ্ঠজনেরা পৌঁছে যাচ্ছেন অভিনেত্রীর কাছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা দেবী। এই নিয়ে যদিও মুখ খোলেলনি নায়িকা। তবে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে করলেন একটাই অনুরোধ। 

'আপনাদের একটাই অনুরোধ...', মা আর নেই, কী আবেদন করলেন ঋতুপর্ণা
| Updated on: Nov 23, 2024 | 6:14 PM
Share

শনিবার সেনগুপ্ত পরিবারে শোকের ছায়া। এদিন দুপুর তিনটে নাগাদ মাকে হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। স্বামীকে নিয়ে গত কয়েকদিন ধরে কলকাতাতেই রয়েছেন তিনি। অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চলতি বছরের শুরুতেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এবার আর বাড়ি ফেরা হল না। শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী। খবর পাওয়া মাত্রই ঘনিষ্ঠজনেরা পৌঁছে যাচ্ছেন অভিনেত্রীর কাছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা দেবী। এই নিয়ে যদিও মুখ খোলেলনি নায়িকা। তবে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে করলেন একটাই অনুরোধ।

জানিয়ে দিলেন, তাঁর মাকে কখন কোথায় গেলে শেষ দেখা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি অনুরাগীদের কাছে অনুরোধও রাখলেন এক। কী লিখলেন তিনি? “আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।”

বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কিডনির সমস্যার সঙ্গে সঙ্গে রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। বলা যেতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছিল নায়িকার দিন। তবে শেষ রক্ষা হল না। মাতৃবিয়োগে ভেঙে পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা মাত্রই সকলে সমবেদনা জানাচ্ছেন অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্যদের।