Aryan Khan Business: মদের ব্যবসায় আরিয়ান, ইচ্ছের কথা পরিবারকে জানাতে কী প্রতিক্রিয়া ছিল শাহরুখের?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 14, 2022 | 1:28 PM

Aryan Khan; উদ্যোগপতি হিসেবে আরিয়ানের সংস্থা আপাতত 'ভদকা' প্রস্তুত করবে। ব্যবাসর এই ইচ্ছের কথা পরিবারকে জানাতে কী কী ঘটে?

Aryan Khan Business: মদের ব্যবসায় আরিয়ান, ইচ্ছের কথা পরিবারকে জানাতে কী প্রতিক্রিয়া ছিল শাহরুখের?

Follow Us

একবছরের মাথায় আমুল বদলে গেল শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানের (Aryan Khan) জীবন। ২০২১ সালের অক্টোবর মাসে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলখান পুত্রের নাম, কারণ মাদক চক্রে জড়িয়ে পড়ার খবর মেলে বি-টাউন সূত্রে। রাত পোহাতেই সবটাই চর্চায়। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিয়ো, তথ্যে ভরে গিয়েছিল। কটাক্ষের শিকার হতে হয় গোটা খান পরিবারকেই। সেই কঠিন পরিস্থিতিতে সকলকেই একপ্রকার পাশে পেয়েছিলেন শাহরুখ খানের পরিবার। ছেলের পাশে দাঁড়াতে পাঠান ছবির শুট পিছিয়ে দেশেই থেকে গিয়েছিলেন শাহরুখ খান। অনেকেই অনুমান করেছিলেন, লাইমলাইট থেকে সরে যাবেন আরিয়ান। গ্রেফতারের পর তিনি নিজেকে এক প্রকার সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন ছন্দে ফেরা হয়তো আর হবে না আরিয়ানের।

তবে কথা রেখেছিলেন শাহরুখ খান। ছয় মাসের মাথায় ছেলেকে নির্দোষ প্রমাণ করেন শাহরুখ খান। তারপর থেকেই একের পর এক খবরের জেরে চর্চায় আরিয়ান খান। অভিনয় তিনি করবেন না। বারে বারে জানিয়েছিলেন তিনি পরিচালক হতে চান। তেমনটাই করতে চলেছেন খান পুত্র। কয়েকদিন আগেই ক্রিপ্ট তৈরির কাজ শেষ করে তিনি সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করেছিলেন। জানিয়ে ছিলেন শুরু করতে চলেছেন নতুন সফর। এবার তাঁর পাশাপাশি নতুন ব্যবসায়ে হাত দিতে চলেছেন খান পুত্র।

মদের ব্যবসায় আরিয়ান খান। উদ্যোগপতি হিসেবে আরিয়ানের সংস্থা আপাতত ‘ভদকা’ প্রস্তুত করবে। ব্যবাসর এই ইচ্ছের কথা পরিবারকে জানাতে কী প্রতিক্রিয়া ছিল শাহরুখের? সম্প্রতি ভোগ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিবারের বিশেষ বৈশিষ্ট নিয়ে মুখ খোলেন আরিয়ান খান। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তাঁর পরিবারে যে যা করতে চান, সে তাঁর তাই করার স্বাধীনতা বর্তমান। তাঁর বাবা অভিনেতা, কিন্তু তাঁর একটি ভিএফএক্স প্রযোজনা সংস্থাও রয়েছে। মা ঘর সাজাতে পছন্দ করেন, তিনি ইন্টেরিয়ার ডিজাইনিং-এর সঙ্গে যুক্ত। পরিবারের সকলে খেলা পছন্দ করেন, তাই তাঁদের সে খাতেও নিয়োগ বর্তমান। ফলে তাঁর এই ইচ্ছেতেও সম্পূর্ণ সহমত ছিল পরিবারের। তবে কাজের চাপে এখন আরিয়ানের ব্যস্ততা তুঙ্গে। দিনে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা ঘুমের সময় পান হাতে।

Next Article