মাত্র ২১ বছরে আমির করেন প্রথম বিয়ে, রিনার তখন কত বয়স ধারণা আছে?

বিয়ে করে দুই বছর লুকিয়ে রেখেছিলেন সম্পর্ক। কাউকে বলেননি ওঁরা। কথা হচ্ছে আমির খান ও রিনা দত্তের। বিয়ে করতে খরচ হয়েছিল মাত্র ১০টাকা। তখনও আমির খান 'আমির খান' হননি। আমির যখন রিনাকে বিয়ে করেন তখন আমিরের বয়স মাত্র ২১ বছর। আর রিনা? তখন তাঁর বয়স কত ছিল ধারণা আছে? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।

মাত্র ২১ বছরে আমির করেন প্রথম বিয়ে, রিনার তখন কত বয়স ধারণা আছে?
রিনার তখন বয়স কত ধারণা আছে?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 9:51 PM

বিয়ে করে দুই বছর লুকিয়ে রেখেছিলেন সম্পর্ক। কাউকে বলেননি ওঁরা। কথা হচ্ছে আমির খান ও রিনা দত্তের। বিয়ে করতে খরচ হয়েছিল মাত্র ১০টাকা। তখনও আমির খান ‘আমির খান’ হননি। আমির যখন রিনাকে বিয়ে করেন তখন আমিরের বয়স মাত্র ২১ বছর। আর রিনা? তখন তাঁর বয়স কত ছিল ধারণা আছে? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।

পরিবারের কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেছিলেন ওঁরা। তার নেপথ্যে ছিল এক কারণ। সে সময় ‘কয়ামত সে কয়ামত তক’-এর শুটিং করছিলেন আমির খান। ওটিই তাঁর প্রথম ছবি। জুহি চাওলার সঙ্গে প্রেমের ছবি, আমির দেখতেও ছিলেন অপূর্ব সুন্দর… তাঁর বিয়ের কথা জানাজানি হলে দর্শক যদি জুহি ও তাঁর রসায়ন নিতে না পারেন, সে কারণেই বিয়ের কথা না জানানোর সিদ্ধান্ত নেন। যদিও রিনার দিদির সন্দেহ হয়। খোঁজ নিয়ে সবটা জেনে ফেলেন অচিরেই। বাড়িতে বলে দেওয়ার হুমকি দিতেই রিনা এসে আমির খানের বাবাকে গিয়ে বিয়ের কথা বলে দেন।

প্রথমটায় চমকে গেলেও রিনাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে অসুবিধে হয়নি আমিরের পরিবার। তবে গণ্ডগোল বাধে রিনার বাড়িতে। মেয়ে লুকিয়ে বিয়ে করেছে এই সত্যি মানতে না পেরে অসুস্থ হয়ে পড়েন রিনার বাবা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। আমির যদিও এই গোটা সময়টা শ্বশুরমশাইয়ের পাশেই ছিলেন। অল্প কয়েকদিনের মধ্যেই সকলের মন জয় করে নেন আমির। আমির ও রিনার সন্তান ইরা খান সম্প্রতি বিয়ে করেছেন। তাঁর বিয়ে উপলক্ষে আবার এক হয়েছেন ইরা ও আমির। তাঁদের একসঙ্গে ছবি দেখে অনেকেরই মনে হয়েছে রিনা বুঝি আমিরের থেকে অনেকটাই বড়। তবে সত্যিটা এমন নয়। রিনা আমিরের থেকে দুই বছরের ছোট। যখন রিনার বিয়ে হয় তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর।