AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করিনার শরীর এখনও… বেঁফাস মন্তব্য অর্জুন রামপালের, কোন অতীতকে টেনে আনলেন নায়ক?

এক নায়ক, তাঁর নায়িকাকে নিয়ে এমনটা বলতে পারেন, তা শুনেই রীতিমতো হতবাক হচ্ছে বলিপাড়া। কিন্তু এতসবের মধ্যে কি আর খবর চাপা যায়! নাহ, যায় না।

করিনার শরীর এখনও... বেঁফাস মন্তব্য অর্জুন রামপালের, কোন অতীতকে টেনে আনলেন নায়ক?
| Updated on: Aug 08, 2025 | 5:42 PM
Share

দেখুন কাণ্ড! খবরে এমনিতে দেখা যায় না তাঁকে, কিন্তু বহুদিন বাদে যদিও এলেন, তাও এলেন এমন কারণে যা নিয়ে ছ্যা ছ্যা বলিপাড়ায়। এক নায়ক, তাঁর নায়িকাকে নিয়ে এমনটা বলতে পারেন, তা শুনেই রীতিমতো হতবাক হচ্ছে বলিপাড়া। কিন্তু এতসবের মধ্যে কি আর খবর চাপা যায়! নাহ, যায় না। বরং খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো।

গৌরচন্দ্রিকা ছেড়ে এবার আসা যাক আসল খবরে। আচমকাই ২০২১ সালে দেওয়া অর্জুন রামপালের এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে করিনা কাপুরের সঙ্গে এক বিছানা দৃশ্যের শুটের কথা বলতে গিয়েই, অর্জুন এমন এক মন্তব্য করেছেন, যা কিনা বেশ অশ্লীল বলে মনে করছে বলিপাড়ার একাংশ। সহকর্মী সম্পর্কে এমন মন্তব্য কীভাবে করতে পারেন এক নায়ক তা নিয়ে বিতর্ক তুঙ্গে।

কী এমন বলেছেন অর্জুন?

২০১২ সালে মুক্তি পায় পরিচালক মধুর ভান্ডারকরের ছবি হিরোইন। এই ছবিতেই করিনা কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল অর্জুন রামপালকে। সেই ছবিতেই করিনার সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্য ছিল। যা কিনা বেশ চর্চিত হয়েছিল সেই সময়। এই দৃশ্য নিয়ে কথা বলতে গিয়েই, অর্জুন জানান, ”সেদিন যখন বিছানায় করিনার শরীরকে জড়িয়ে ধরেছিলাম, তা আজও মনে পড়ে। মাঝে মধ্যেই সেই দৃশ্যগুলোর কথা ভাবি। করিনা সত্য়িই খুবই উষ্ণ নায়িকা। যাকে ভুলে থাকা যায় না।”

অর্জুন রামপালের এই মন্তব্যকে অনেকেই সস্তা প্রচার বলে মনে করছেন। অনেকেই বলছেন, অর্জুনের এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। তবে এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি করিনার তরফ থেকেও।