অন্ধকার ঘরে নায়কের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাটরিনা, দেখে ফেলেন অমিতাভ, তারপর…
ক্যাটরিনা কাইফ এই ছবি নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, যে তিনি অতীতে বহুবার জানিয়েছেন, তাঁর সমস্যা হচ্ছিল, তিনি আবারও একই কথা বলছেন।

২০০৩ সালে ‘বুম’ ছবি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। ক্যাটরিনা কইফ থেকে শুরু করে গুলশন গ্রোভার, সকলেই যে ছবি নিয়ে পরবর্তীতে আফসোস করেছিলেন। প্রত্যেকের মুখেই ছিল একটাই কথা, তাঁরা এই ছবি নিয়ে কিছুই বলতে চান না।ঘনিষ্টদৃশ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন গুলশন গ্রোভার ও ক্যাটরিনা কইফ। পরবর্তীতে ক্যাটরিনা যে ছবি নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছিলেন। জানিয়ছিলেন তাঁর কেরিয়ারের মস্ত ভুল হয়ে থেকে গিয়েছে এই ছবি।
যেখানে অন্তর্বাস পরে গুলশনের সঙ্গে দেখা যায় তাঁকে। ছবিতে ছিল এক গভীর চুম্বনের দৃশ্যেও। প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিলেন গুলশন, টানা ২ ঘণ্টা ধরে নাকি এক অন্ধকার ঘরে ক্যাটরিনার সঙ্গে সেই দৃশ্য প্যাকটিস করছিলেন তিনি। এমনই সময় আচমকা দরজা খুলে ঢুলে পড়েন অমিতাভ বচ্চন। তাতে আরও নার্ভাস হয়ে যায় অভিনেতা। যদিও সেই দৃশ্য ছবি থেকে সরিয়ে দেওয়া হয় বলেই জানান, গুলশন।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই সময়ের উপযোগী ছবি ছিল না এটা।যার কারণে ছবি নিয়ে বহু চর্চা হয়। তিনি মোটেও স্বস্তি বোধ করছিলেন না এই ছবি নিয়ে। অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হয়েছিল গুলশানের, ক্যাটরিনার সঙ্গে এতটা ঘনিষ্ট হতে অস্বস্তির কথা জানানও।
যদিও ক্যাটরিনা কাইফ এই ছবি নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, যে তিনি অতীতে বহুবার জানিয়েছেন, তাঁর সমস্যা হচ্ছিল, তিনি আবারও একই কথা বলছেন। ক্যাটরিনা মেজাজ হারিয়ে জানান, এই ছবির ক্লিপিং সর্বত্র ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। সেখান থেকেই যেন সকলে তা দেখে নেন। তাঁর এই বিষয় কিছুই বলার নেই। ক্যাটরিনা একটা সময়ের পর চেয়েছিলেন এই ছবির সমস্ত প্রিন্ট মার্কেট থেকে তুলে নিতে। কিন্তু তিনি তা পারেননি। এখনও বহু জায়গায় এই ছবির ভিডিয়ো বর্তমান।
