AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভগবান, ধৈর্য্যের পরীক্ষা নিও না…’, রাজেশ খান্না মাঝ রাতে কেন এমনটা বলে উঠতেন?

বলিউডের অনেকেরই মত, সেই কারণেই দিন-দিন বেড়েই চলেছিল তাঁর অহংকার। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে, নিজেকে একটা সময় নাকি প্রায় 'ভগবান' ভাবতে শুরু করেছিলেন তিনি। একটা সময় একটানা ১৫টি হিট ছবি করেছিলেন রাজেশ খান্না।

'ভগবান, ধৈর্য্যের পরীক্ষা নিও না...', রাজেশ খান্না মাঝ রাতে কেন এমনটা বলে উঠতেন?
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 1:34 PM
Share

বলিউডের প্রথম ‘সুপারস্টার’ বলতে যে অভিনেতার নাম সকলের আগে উঠে আসে তিনি হলেন রাজেশ খান্না। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে একটা সময় নিজেকে নাকি ‘সর্বেসর্বা’ ভাবতে শুরু করেছিলেন এই বলিউড স্টার। বলিউডের অনেকেরই মত, সেই কারণেই দিন-দিন বেড়েই চলেছিল তাঁর অহংকার। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে, নিজেকে একটা সময় নাকি প্রায় ‘ভগবান’ ভাবতে শুরু করেছিলেন তিনি। একটা সময় একটানা ১৫টি হিট ছবি করেছিলেন রাজেশ খান্না।

তখন একটি ছবিও ফ্লপ ছিল না তাঁর। এরপর যখন একটা সময়ে ‘ফ্লপ’-এর তকমা অভিনেতার গায়ে লাগতে শুরু করে, মেনে নিতে পারতেন না রাজেশ খান্না। সারাদিন মদ্যপানে ঢুবে থাকতেন বলে নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। এমন কি তাঁর ব্যবহারেও এসেছিল অমোঘ পরিবর্তন। রাতের বেলাই নাকি নিজেই বারে-বারে বলে উঠতেন– “এ হতে পারে না।” নিজেই নাকি ভগবানের কাছে বলতেন, “ভগবান, আমার ধৈর্য্যের পরীক্ষা নিও না। একটা সময় যাতে আমার মনে না হয়, যে ভগবান বলে হয়তো কিছু নেই।”

ডিম্পল জানিয়েছিলেন, এই পরিস্থিতি নিজে চোখে দেখে তিনি মনে করতেন, রাজেশ খান্নার মাথাটা হয়তো কাজ করছে না। পরবর্তীতে সবটা উপলব্ধি করে নায়ক বলেছিলেন,” এমনটা এই কারণেই ঘটেছিল, কারণ একটা সময় এমনভাবে সাফল্য আমায় ঘিরে ধরেছিল, যে ব্যর্থতা আমি গ্রহণ করতে পারিনি।”