AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাকিস্তানি নেতার সঙ্গে রেখার গোপন প্রেম? বিয়ে প্রসঙ্গ উঠতেই সব শেষ

যদিও এই প্রেমের জল্পনা ঠিক কতটা সত্যি, তা নিয়ে কখনও রেখা বা ইমরান কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ৮০’র দশকে এই গুজব বলিউড ও ক্রীড়াজগতের অন্যতম গসিপ হয়ে দাঁড়িয়েছিল। সময় বদলেছে, জীবনও এগিয়েছে দু'জনের।

পাকিস্তানি নেতার সঙ্গে রেখার গোপন প্রেম? বিয়ে প্রসঙ্গ উঠতেই সব শেষ
| Edited By: | Updated on: May 13, 2025 | 4:57 PM
Share

বলিউডের তিনি এভারগ্রিন নায়িকা। তিনি রেখা। বয়স যাঁর কাছে একটা সংখ্যা মাত্র। শত শত পুরুষের মনের স্বপ্নসুন্দরী। তাঁর অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে গোটা বিশ্বের মন তিনি জয় করে রেখেছেন। সর্বত্র যেমন চর্চিত তাঁর কেরিয়ার, তেমনই তালিকা থেকে বাদ পড়ে না তাঁর ব্যক্তি জীবনের নানা সম্পর্কের সমীকরণ। রহস্যময় ব্যক্তিগত জীবন ও প্রেমের গুঞ্জনের কারণেও তিনি বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে খুব কম মানুষ জানেন, রেখার জীবনে একসময় নাকি এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বর্তমান রাজনীতিবিদ ইমরান খান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো প্রতিবেদনের ছবি ফের ভাইরাল হতে দেখা যাচ্ছে। ১৯৮৫ সালের Star Report-এ দাবি করা হয়েছিল, রেখা ও ইমরান খান নাকি বিয়ে করতে চেয়েছিলেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইমরান খান দীর্ঘ সময় মুম্বইয়ে কাটিয়েছিলেন এবং সে সময় তাঁকে প্রায়শই রেখার সঙ্গে সমুদ্র সৈকতে দেখা যেত। দু’জনের সম্পর্ক নাকি ছিল বেশ ঘনিষ্ঠ।

সেখানে আরও উল্লেখ করা হয়, দু’জনেই নাকি গোপনে প্রেম করতেন। সম্পর্কের জল নাকি গড়িয়েছিল বহুদূর। এমনকি তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। তবে এই প্রসঙ্গে ইমরান খানের এক পুরনো মন্তব্য নতুন করে সকলকে ভাবতে বাধ্য করেছিল। তিনি একবার বলেছিলেন, “অভিনেত্রীদের সঙ্গ তিনি উপভোগ করেন, তবে তা স্বল্প সময়ের জন্য। আমি কিছুদিন তাঁদের সঙ্গে সময় কাটাই। অভিনেত্রীকে বিয়ে করার কথা আমি কখনও ভাবতেই পারি না।”

যদিও এই প্রেমের জল্পনা ঠিক কতটা সত্যি, তা নিয়ে কখনও রেখা বা ইমরান কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ৮০’র দশকে এই গুজব বলিউড ও ক্রীড়াজগতের অন্যতম গসিপ হয়ে দাঁড়িয়েছিল। সময় বদলেছে, জীবনও এগিয়েছে দু’জনের। রেখা আজও রহস্যময়ী, আর ইমরান খান রাজনীতির মঞ্চে আলোচিত এক নাম। তবুও পুরনো এই প্রেমের গুঞ্জন প্রমাণ করে, কিছু সম্পর্কের রেশ কখনও পুরোপুরি মুছে যায় না।