প্রসেনজিত্-দেবশ্রী আর প্রসেনজিত্-ঋতুপর্ণা জুটি কবে ফিরবে?
২৩ জানুয়ারি মুক্তি পাবে 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু সিরিজের নতুন ছবিতে আসছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। আরিয়ান সন্তুর চরিত্র করেন। সেই কারণে এক সাক্ষাত্কারে TV9 বাংলার মুখোমুখি হয়েছিলেন বাংলা ছবির তারকা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রসেনজিত্-ঋতুপর্ণা (সেনগুপ্ত) আর প্রসেনজিত্-দেবশ্রী (রায়) এই দুই জুটিকে আবার কবে বড়পর্দায় দেখা যাবে? নায়ক উত্তর দেন, ''আমাকে ভালো চিত্রনাট্য দিন... দেখছি''!

২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘বিজয়নগরের হীরে’। কাকাবাবু সিরিজের নতুন ছবিতে আসছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। আরিয়ান সন্তুর চরিত্র করেন। সেই কারণে এক সাক্ষাত্কারে TV9 বাংলার মুখোমুখি হয়েছিলেন বাংলা ছবির তারকা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রসেনজিত্-ঋতুপর্ণা (সেনগুপ্ত) আর প্রসেনজিত্-দেবশ্রী (রায়) এই দুই জুটিকে আবার কবে বড়পর্দায় দেখা যাবে? নায়ক উত্তর দেন, ”আমাকে ভালো চিত্রনাট্য দিন… দেখছি”!
দেবশ্রী রায়ের সঙ্গে এক সময়ে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের দারুণ জুটি ছিল। ঋতুপর্ণ ঘোষের ছবি ‘উনিশে এপ্রিল’-এও তাঁরা জুটি বেঁধেছিলেন। তবে এই জুটিকে শেষ দশ বছরে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে প্রসেনজিতের একের পর এক হিট ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে মাতিয়ে রেখেছিল। তবে এক সময়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ১৪ বছর একসঙ্গে কাজ করেননি দু’ জনে। কামব্যাক ছবি করেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়। ‘প্রাক্তন’ আবার ব্লকবাস্টার হয়। এরপর আরও দুই ছবিতে এই জুটিকে পাওয়া গিয়েছে। তবে ২০২৬ বা ২০২৭ সালে কোনও ছবি করবেন কিনা তাঁরা একসঙ্গে, সেই বিষয়ে কিছু ঘোষণা হয়নি।
এই বছর প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের কোন-কোন ছবি আসবে, তা এখনও স্পষ্ট নয়। সুমন ঘোষের পরিচালনায় একটা ছবিতে কাজ করার কথা রয়েছে প্রসেনজিতের। সাধারণত বছরে তিনটে ছবি আসে অভিনেতার। এই বছর সরস্বতী পুজোর ছবি দেখার সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রসেনজিত্। দুর্গাপুজোতে অভিনেতার কোনও ছবি মুক্তি পাবে কিনা, সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
