AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরকীয়ায় ধ্বংস দু’টো সংসার! শোয়েবকে বিয়ের দু’মাস আগেও কার স্ত্রী ছিলেন সানা?

সকাল থেকেই ভারত ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়া উত্তাল। বোমা ফাটিয়েছেন পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আরও একবার বিয়ে করার খবর জানিয়েছেন তিনি।

| Updated on: Jan 20, 2024 | 6:46 PM
Share
সকাল থেকেই ভারত ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়া উত্তাল। বোমা ফাটিয়েছেন পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আরও একবার বিয়ে করার খবর জানিয়েছেন তিনি।

সকাল থেকেই ভারত ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়া উত্তাল। বোমা ফাটিয়েছেন পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আরও একবার বিয়ে করার খবর জানিয়েছেন তিনি।

1 / 8
 তাঁর বর্তমান স্ত্রীও প্রতিবেশী রাষ্ট্রের বেশ পরিচিত মুখ। তাঁর নাম সানা জাভেদ। শোয়েবের এটি তৃতীয় বিয়ে। ২০১০ সালে সানিয়াকে বিয়ে করেছিলেন তিনি। ২০২৪-এ আবারও।

তাঁর বর্তমান স্ত্রীও প্রতিবেশী রাষ্ট্রের বেশ পরিচিত মুখ। তাঁর নাম সানা জাভেদ। শোয়েবের এটি তৃতীয় বিয়ে। ২০১০ সালে সানিয়াকে বিয়ে করেছিলেন তিনি। ২০২৪-এ আবারও।

2 / 8
ওদিকে সানার আবার এটি দ্বিতীয় বিয়ে। এই ২০২০ সালেই তিনি শুরু করেছিলেন সংসার! কে ছিলেন সানার প্রথম স্বামী? বিচ্ছেদই বা হয়েছিল কবে?

ওদিকে সানার আবার এটি দ্বিতীয় বিয়ে। এই ২০২০ সালেই তিনি শুরু করেছিলেন সংসার! কে ছিলেন সানার প্রথম স্বামী? বিচ্ছেদই বা হয়েছিল কবে?

3 / 8
সানার স্বামীর নাম উমের জেসওয়াল, তিনি পাকিস্তানের একজন খ্যাতনামা শিল্পী। একই সঙ্গে তিনি গায়ক ও অভিনেতা। ২০২০ সালের ২০ অক্টোবর তাঁরা বিয়ে করেছিলেন। ধুমধাম করে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান।

সানার স্বামীর নাম উমের জেসওয়াল, তিনি পাকিস্তানের একজন খ্যাতনামা শিল্পী। একই সঙ্গে তিনি গায়ক ও অভিনেতা। ২০২০ সালের ২০ অক্টোবর তাঁরা বিয়ে করেছিলেন। ধুমধাম করে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান।

4 / 8
শোয়েবের সঙ্গে সানার আলাপ এক বিজ্ঞাপনের শুটিংয়ে। সেখান থেকেই শুরু হয় পরকীয়া! যদিও কেউই প্রথম দিকে সম্পর্কের কথা স্বীকার করেননি। মাস দুয়েক আগেই হঠাৎ করে উমেরের সঙ্গে সানার বিচ্ছেদের খবর সামনে আসে। এর পরেই সেই গুঞ্জন আরও জোরাল হয়। আর আজ এই বোমা!

শোয়েবের সঙ্গে সানার আলাপ এক বিজ্ঞাপনের শুটিংয়ে। সেখান থেকেই শুরু হয় পরকীয়া! যদিও কেউই প্রথম দিকে সম্পর্কের কথা স্বীকার করেননি। মাস দুয়েক আগেই হঠাৎ করে উমেরের সঙ্গে সানার বিচ্ছেদের খবর সামনে আসে। এর পরেই সেই গুঞ্জন আরও জোরাল হয়। আর আজ এই বোমা!

5 / 8
নেটিজেনদের একটা বড় অংশ ঘটনায় উগরে দিয়েছেন ক্ষোভ। পরকীয়ায় নষ্ট হল দুটো সংসার-- এই অভিযোগেই আজ গোটা দিন সমালোচিত হয়েছে সানা ও শোয়েব।

নেটিজেনদের একটা বড় অংশ ঘটনায় উগরে দিয়েছেন ক্ষোভ। পরকীয়ায় নষ্ট হল দুটো সংসার-- এই অভিযোগেই আজ গোটা দিন সমালোচিত হয়েছে সানা ও শোয়েব।

6 / 8
 সানাকে নিয়ে অতীতে হয়েছে বহু বিতর্ক। 'সেলিব্রিটি ট্যান্ট্রামস' দেখান তিনি-- উঠেছে এ হেন অভিযোগও। এক ফ্যাশন সংস্থার মুখ ছিলেন তিনি। ওই একই সংস্থার মডেল ছিলেন মানাল সালিমও। ওদিকে মেকআপ রুম ছিল একটাই। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ পরে শুটে পৌঁছলেও আলাদা মেকআপ রুম না থাকায় মানালকে গালিগালাজ শুরু করেন সানা। জল গড়ায় বহুদূর।

সানাকে নিয়ে অতীতে হয়েছে বহু বিতর্ক। 'সেলিব্রিটি ট্যান্ট্রামস' দেখান তিনি-- উঠেছে এ হেন অভিযোগও। এক ফ্যাশন সংস্থার মুখ ছিলেন তিনি। ওই একই সংস্থার মডেল ছিলেন মানাল সালিমও। ওদিকে মেকআপ রুম ছিল একটাই। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ পরে শুটে পৌঁছলেও আলাদা মেকআপ রুম না থাকায় মানালকে গালিগালাজ শুরু করেন সানা। জল গড়ায় বহুদূর।

7 / 8
  পরবর্তীতে সানার নাম না নিয়ে মানাল লেখেন, তাঁকে নাকি 'দু টাকার শিল্পী' বলে উল্লেখ করেছিলেন সানা। ওই অভিযোগের পর অনেক শিল্পীই সানার বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন সামাজিক মাধ্যমে। ওই সংস্থার মুখ হিসেবেও বাদ দেওয়া হয় সানাকে। যদিও সে সময় শোয়েব পাশে দাঁড়িয়েছিলেন সানার। তখন থেকেই যে ছিল প্রেম, সে আভাস এখন কার্যত স্পষ্ট।

পরবর্তীতে সানার নাম না নিয়ে মানাল লেখেন, তাঁকে নাকি 'দু টাকার শিল্পী' বলে উল্লেখ করেছিলেন সানা। ওই অভিযোগের পর অনেক শিল্পীই সানার বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন সামাজিক মাধ্যমে। ওই সংস্থার মুখ হিসেবেও বাদ দেওয়া হয় সানাকে। যদিও সে সময় শোয়েব পাশে দাঁড়িয়েছিলেন সানার। তখন থেকেই যে ছিল প্রেম, সে আভাস এখন কার্যত স্পষ্ট।

8 / 8