Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সরকারী সম্পত্তিতে নগ্ন ভিডিয়ো শুট, উলঙ্গ হয়ে নাচার শর্ত; বারাবার বিতর্ক তৈরি করেন পুনম

Poonam Pandey Bio: মৃত পুনম পাণ্ডে। মাত্র ৩২ বছর বয়সে প্রয়াণ ঘটেছে তাঁর। জয়ারুমুখ (সার্ভাইকাল) ক্যানসার হয়েছিল পুনমের। শুক্রবার (২ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে খারাপ খবরটা জানিয়েছেন পুনমের ম্যানেজার পারুল চাওলা। পুনম আসলে ছিলেন কে? কী তাঁর ব্যাকগ্রাউন্ড?

| Updated on: Feb 02, 2024 | 2:18 PM
পুনম পাণ্ডে।

পুনম পাণ্ডে।

1 / 8
মুম্বইয়ে ধীরে-ধীরে মডেলিং করতে শুরু করেছিলেন পুনম। কিছু পত্রিকার প্রচ্ছদেও দেখা যায় তাঁকে। শহরের এক জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন পুনম।

মুম্বইয়ে ধীরে-ধীরে মডেলিং করতে শুরু করেছিলেন পুনম। কিছু পত্রিকার প্রচ্ছদেও দেখা যায় তাঁকে। শহরের এক জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন পুনম।

2 / 8
সোশ্য়াল মিডিয়ায় প্রায়সই নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করতেন পুনম। নেটিজ়েনদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেভাবে। তাঁকে 'মোহময়ী' (erotic) তকমা দেয় নেটিজ়েনদের একটা বড় অংশ।

সোশ্য়াল মিডিয়ায় প্রায়সই নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করতেন পুনম। নেটিজ়েনদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেভাবে। তাঁকে 'মোহময়ী' (erotic) তকমা দেয় নেটিজ়েনদের একটা বড় অংশ।

3 / 8
কিন্তু পুনম লাইমলাইটে আসেন ২০১১ সালে। সেই সময় চলছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপ। শর্ত দিয়েছিলেন পুনম--ভারত যদি ক্রিকেট বিশ্বকাপ জেতে, তিনি পোশাক খুলে দেবেন সকলের সামনে। তাঁর মতো এমন কথা কস্মিনকালেও কেউ বলেননি ভারতে। এই মন্তব্যের জন্য পুনম রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

কিন্তু পুনম লাইমলাইটে আসেন ২০১১ সালে। সেই সময় চলছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপ। শর্ত দিয়েছিলেন পুনম--ভারত যদি ক্রিকেট বিশ্বকাপ জেতে, তিনি পোশাক খুলে দেবেন সকলের সামনে। তাঁর মতো এমন কথা কস্মিনকালেও কেউ বলেননি ভারতে। এই মন্তব্যের জন্য পুনম রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

4 / 8
পুনমের এই মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করেছেন অনেকেই। সে বছর ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলেও পুনম তাঁর শর্ত মতো সকলের সামনে উলঙ্গ হননি। এর কারণ জনগণের রোষের মুখে পড়ে গিয়েছিলেন পুনম। এছাড়াও বিসিসিআই তাঁকে এমন স্টান্ট করার অনুমতি দেয়নি।

পুনমের এই মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করেছেন অনেকেই। সে বছর ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলেও পুনম তাঁর শর্ত মতো সকলের সামনে উলঙ্গ হননি। এর কারণ জনগণের রোষের মুখে পড়ে গিয়েছিলেন পুনম। এছাড়াও বিসিসিআই তাঁকে এমন স্টান্ট করার অনুমতি দেয়নি।

5 / 8
কেবল তাই নয়, বছর ঘুরতেই ২০১২ সালে, আইপিএল ৫-এ কলকাতা নাইটরাইডার্স জেতার পর নগ্ন হয়ে পোজ় দিয়েছিলেন পুনম। প্রেমিকের সঙ্গে তাঁর সেক্স টেপ ইনস্টাগ্রামে আপলোড করেও আলোচিত হয়েছিলেন বিতর্কিত মডেল-নায়িকা। ২০১৩ সালে 'নশা' ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন পুনম। এক শিক্ষিকার সঙ্গে ছাত্রের শারীরিক 'ঘনিষ্ঠতা' ছিল সেই ছবির বিষয়বস্তু।

কেবল তাই নয়, বছর ঘুরতেই ২০১২ সালে, আইপিএল ৫-এ কলকাতা নাইটরাইডার্স জেতার পর নগ্ন হয়ে পোজ় দিয়েছিলেন পুনম। প্রেমিকের সঙ্গে তাঁর সেক্স টেপ ইনস্টাগ্রামে আপলোড করেও আলোচিত হয়েছিলেন বিতর্কিত মডেল-নায়িকা। ২০১৩ সালে 'নশা' ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন পুনম। এক শিক্ষিকার সঙ্গে ছাত্রের শারীরিক 'ঘনিষ্ঠতা' ছিল সেই ছবির বিষয়বস্তু।

6 / 8
তাঁর দীর্ঘদিনের প্রেমিক শামকে পুনম বিয়ে করেছিলেন ২০২০ সালের ১ সেপ্টেম্বর। করোনাকালে বিয়ে করেছিলেন বলে অল্প অতিথি আমন্ত্রিত ছিল সেই ঘরোয়া বিয়েতে। বিয়ের ১১ দিন পর মুম্বই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন স্বামী তাঁকে মারধর করেছেন। ২৩ সেপ্টেম্বর গোয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁদের ভাবও হয়েছে যায়। বিষয়টিকে 'পাবলিসিটি স্টান্ট' হিসেবে ধরে নিয়েছিলেন অনেকেই।

তাঁর দীর্ঘদিনের প্রেমিক শামকে পুনম বিয়ে করেছিলেন ২০২০ সালের ১ সেপ্টেম্বর। করোনাকালে বিয়ে করেছিলেন বলে অল্প অতিথি আমন্ত্রিত ছিল সেই ঘরোয়া বিয়েতে। বিয়ের ১১ দিন পর মুম্বই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন স্বামী তাঁকে মারধর করেছেন। ২৩ সেপ্টেম্বর গোয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁদের ভাবও হয়েছে যায়। বিষয়টিকে 'পাবলিসিটি স্টান্ট' হিসেবে ধরে নিয়েছিলেন অনেকেই।

7 / 8
২০২০ সালের নভেম্বরেই পুনমকে গ্রেফতার করা হয় উত্তর গোয়া থেকে। এক সরকারী সম্পত্তিতে ঢুকে সেখানে নগ্ন ভিডিয়ো তৈরি করেছিলেন পুনম। পর্নোগ্রাফি তৈরির চক্রের সঙ্গেও নাম জড়িয়েছিল পুনমের।

২০২০ সালের নভেম্বরেই পুনমকে গ্রেফতার করা হয় উত্তর গোয়া থেকে। এক সরকারী সম্পত্তিতে ঢুকে সেখানে নগ্ন ভিডিয়ো তৈরি করেছিলেন পুনম। পর্নোগ্রাফি তৈরির চক্রের সঙ্গেও নাম জড়িয়েছিল পুনমের।

8 / 8
Follow Us:
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'