সকাল-সকাল কসবার মন্দিরে গেলেন মিমি, কী কারণে মন্দির-দর্শন জানেন?
মিমি ব্যস্ত হয়ে রয়েছেন 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর শুটিং নিয়ে। কিছুদিন আগে লাভার আউটডোরে শুটিং সেরে ফিরলেন। এখন শহরে এই ছবির শুটিং চলছে। তার আগে 'রক্তবীজ টু' ছবির শুটিং করার জন্য বিদেশে গিয়েছিলেন মিমি। এবারের দুর্গাপুজোতে সেই ছবি মুক্তি পাবে। 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটাও মুক্তি পাবে এই বছর ডিসেম্বরে।

শিব ঠাকুরের পুজোতে মেতেছেন ভক্তরা। নিরামিষ খাচ্ছেন তাঁরা। সকালবেলা মন্দিরে পৌঁছে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছেন অনেকে। অনেকে আবার দুধে স্নান করিয়েছেন শিবকে। কেউ বাড়িতে পুজো করেছেন। কেউ আবার পৌঁছে গিয়েছেন মন্দিরে। নায়িকা মিমি চক্রবর্তীর ঈশ্বর-ভক্তির কথাও সকলের জানা। ১৪ জুলাই একদম সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন কসবার কাছে আদ্যামার মন্দিরে। মিমি কসবা রথতলার একটা ফ্ল্যাটে বেশ কিছু বছর থেকেছেন। এখন সেখানে নিয়মিত না থাকলেও, অফিসের কাজ সারেন সেখান থেকে। দুর্গাপুজোর সময়েও তাঁকে পাওয়া যায় সেখানে।
কোনও বিশেষ কারণে আজ সকালে শিবপুজো করলেন কি? TV9 বাংলাকে মিমি জানালেন, ”সোমবার খুব ভালো দিন মন্দিরে যাওয়ার জন্য। অনেক দিন পর ছুটি পেয়েছি। তাই জন্য গিয়ে পুজো দিয়ে এলাম। শুটিং থাকলে তখন যেতে পারি না। তাই আজকে সকালে গিয়েই কসবার মন্দিরে পুজো দিয়ে এসেছি।”
মিমি ব্যস্ত হয়ে রয়েছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং নিয়ে। কিছুদিন আগে লাভার আউটডোরে শুটিং সেরে ফিরলেন। এখন শহরে এই ছবির শুটিং চলছে। তার আগে ‘রক্তবীজ টু’ ছবির শুটিং করার জন্য বিদেশে গিয়েছিলেন মিমি। এবারের দুর্গাপুজোতে সেই ছবি মুক্তি পাবে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটাও মুক্তি পাবে এই বছর ডিসেম্বরে। সব মিলিয়েই কাজ নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। বলিউডেও একাধিক কাজ করবেন মিমি, তা নিয়ে চর্চা চলছে। যদিও নায়িকার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। মিমির অনুরাগীরা এখন দুর্গাপুজোতে তাঁর ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন।
