‘বাড়িতে নেতারা এলে তাঁদের খুব কষ্ট হয়…’, কেন এমন বললেন বিধায়ক হিরণ?
খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় নতুন করে চর্চায়। দিলীপ ঘোষের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্য নিয়ে হিরণকে প্রশ্ন করা হয়েছিল। হিরণ কি খড়গপুর থেকে টিকিট পাবেন? এই প্রশ্নের উত্তর হিরণ TV9 বাংলাকে জানালেন, ''দল আমাকে বলেছে, এখানে যেমন কাজ করছি, তেমনই করে যেতে।''

খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় নতুন করে চর্চায়। দিলীপ ঘোষের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্য নিয়ে হিরণকে প্রশ্ন করা হয়েছিল। হিরণ কি খড়গপুর থেকে টিকিট পাবেন? এই প্রশ্নের উত্তর হিরণ TV9 বাংলাকে জানালেন, ”দল আমাকে বলেছে, এখানে যেমন কাজ করছি, তেমনই করে যেতে।” এরপর হিরণ যোগ করলেন, ”যেদিন বিধায়ক পদে জিতেছিলাম, সেদিনই এখানে চলে আসি। আমি খড়গপুরেই থাকি। আমার বাড়ি এলে নেতা-মন্ত্রীদের খুব কষ্ট হয়। কেন জানেন? আমার বাড়িতে এসি নেই। বসার জন্য একটা সোফা নেই। প্লাস্টিকের চেয়ারে বসতে দিই। তাঁদের চা-কফি দেওয়ার লোক রয়েছে এমনও নয়।”
হিরণ যোগ করেন, ”রাজনীতিতে আসার পর আমার অভিনয়ের শিক্ষাটা ভীষণই কাজে এসেছে। অভিনয় করার সময়ে যে কোনও চরিত্র করার জন্য প্রস্তুত থাকতাম। ঝড়, জলে যেখানে যেভাবে কাজ করতে হয়েছে, তা করতে দ্বিধা করিনি। রাজনীতিতে আসার পর সেই শিক্ষাটা কাজে লাগিয়েই খড়গপুরে থাকি। এখানে ক্রমাগত কাজ করে চলেছি আমি।”
হিরণ বললেন, তিনি খড়গপুর থেকে লড়বেন কিনা, তা ঠিক করে দেবে বিজেপি-র কেন্দ্রীয় কমিটি। শুধু গেরুয়া শিবির নয়, সবুজ শিবির থেকে এবার কোন-কোন তারকা প্রার্থীকে দেখা যাবে, তা নিয়ে চর্চা তুঙ্গে। দুই নামী অভিনেত্রী, এক নামী গায়িকা প্রার্থী হতে পারেন এমন চর্চা। এর বাইরে যাঁরা দলের বিধায়ক, তাঁদের কেউ-কেউ আবার নির্বাচনে লড়বেন। কে বাদ পড়বেন, সেদিকেও নজর রাখতে হবে। বাম শিবির থেকে কোনও তারকা প্রার্থী নির্বাচনে লড়বেন কিনা, সেটা দেখার অপেক্ষা।
