AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অনির্বাণের সঙ্গে কোনওদিন অভিনয় করব না’, কেন বললেন লোকেশ?

থিয়েটার থেকে উঠে এসেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কেবল অভিনয় নয়, গান থেকে শুরু করে পরিচালনায় ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক দরবারে।

'অনির্বাণের সঙ্গে কোনওদিন অভিনয় করব না', কেন বললেন লোকেশ?
| Edited By: | Updated on: Jun 03, 2025 | 7:31 PM
Share

টলিউড অভিনেতা লোকেশ ঘোষ। একের পর এক বাণিজ্যিক ছবি তাঁর হিট। যদিও একটা সময়ের পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান। দর্শক পর্দায় আর তাঁকে পাননি। যদিও তিনি প্রতিনিয়ত চোখ রেখে চলেছেন নতুন প্রজন্মের কাজে। ‘টলিউডে বর্তমানে ভাল অভিনেতা কে?’ প্রশ্ন করায় তাই খোলা মনে উত্তর দিলেন লোকেশ। ‘আড্ডা স্টেশন’এর সঙ্গে আড্ডায় লোকেশ সবটাই করলেন খোলসা।

সঞ্চালক অভিনেতাকে প্রশ্ন করেন, “আজকের তারিখে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন?” উত্তরে লোকেশ জানালেন, বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছিলেন আছেন থাকবেন। তবে মুগ্ধ হয়ে বললেন, “অনির্বাণ (ভট্টাচার্য), ব্রিলিয়ান্ট। যদি অনির্বাণ এই সাক্ষাৎকারটা দেখেন, তাহলে আমি বলতে চাই, ভাই আমি তোমাকে অনেক প্রণাম জানাই। তোমার অভিনয় আমার খুব খুব ভাল লাগে।”

“অনির্বাণের কোন সিনেমা সব থেকে বেশি ভাল লেগেছে?” প্রশ্ন করায়, তিনি উত্তর দেন, ‘দ্বিতীয় পুরুষ’ (সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি)। বললেন, “আপনি যদি ছবির শেষ দৃশ্যটা দেখেন…। আমি ওর সঙ্গে কোনওদিন অভিনয় করব না। সাইলেন্ট শট দিয়ে বেরিয়ে আসব। উনি দারুণ। আমি ওকে কোনওদিন দেখিনি, আমি ওকে চিনি না, তাও আমি বলছি, বিগত ২৫ বছরে ওর মতো অভিনেতা ইন্ডাস্ট্রিতে আসেনি।”

থিয়েটার থেকে উঠে এসেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কেবল অভিনয় নয়, গান থেকে শুরু করে পরিচালনায় ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক দরবারে। প্রতিটা চরিত্রেই তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপনা করার চেষ্টা করে থাকেন। যা নজর এড়ায়নি লোকেশেরও।