Shah Rukh Khan Fear: কেন অর্থ-ফ্রেম-ভালবাসা থেকে পালাতে চেয়েছিলেন শাহরুখ, গ্রাস করেছিল একাকিত্ব

Unknown Facts: মানসিক যন্ত্রণা, তাও আবার শাহরুখের। একটা সময় নিজেই এই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন খোদ বলিউড বাদশা। জানিয়ে ছিলেন কীভাবে তিনি পালিয়ে বেড়াতে একাকিত্বের থেকে।

| Edited By: | Updated on: Jun 14, 2022 | 5:10 PM
মানসিক যন্ত্রণা, তাও আবার শাহরুখের। একটা সময় নিজেই এই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন খোদ বলিউড বাদশা। জানিয়ে ছিলেন কীভাবে তিনি পালিয়ে বেড়াতে একাকিত্বের থেকে।

মানসিক যন্ত্রণা, তাও আবার শাহরুখের। একটা সময় নিজেই এই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন খোদ বলিউড বাদশা। জানিয়ে ছিলেন কীভাবে তিনি পালিয়ে বেড়াতে একাকিত্বের থেকে।

1 / 5
কথায় বলে ফ্রেমের চাহিদা যেমন থাকে, তেমনই সেলেবদের ভীষণভাবে ভাবায়, যে সেই ফ্রেম, ভালবাসা চিরস্থায়ী হবে তো! শাহরুখ খানও ঠিক তেমনটাই ভেবেছিলেন।

কথায় বলে ফ্রেমের চাহিদা যেমন থাকে, তেমনই সেলেবদের ভীষণভাবে ভাবায়, যে সেই ফ্রেম, ভালবাসা চিরস্থায়ী হবে তো! শাহরুখ খানও ঠিক তেমনটাই ভেবেছিলেন।

2 / 5
জানিয়ে ছিলেন তিনি একা থাকতে ভয় পান, একাকিত্ব তাঁকে যেন গিলে খেতে থাকে। শাহরুখের মোটেও মনে হয় না যে একা থাকলে ভাল থাকা যায়। তিনি জানান, নিজেকে একটা সময় এই সব কিছু থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তিনি।

জানিয়ে ছিলেন তিনি একা থাকতে ভয় পান, একাকিত্ব তাঁকে যেন গিলে খেতে থাকে। শাহরুখের মোটেও মনে হয় না যে একা থাকলে ভাল থাকা যায়। তিনি জানান, নিজেকে একটা সময় এই সব কিছু থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তিনি।

3 / 5
এক কথায় যাকে বলে পালিয়ে বেড়াতে চেয়েছিলেন শাহরুখ। ব্যর্থতার ভয় যে তিনি পেতেন, তা অনুষ্কারও অজানা নয়। নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান, একটা সময় তিনি ভাবতেন, কিছুই থাকবে না তাঁর সঙ্গে।

এক কথায় যাকে বলে পালিয়ে বেড়াতে চেয়েছিলেন শাহরুখ। ব্যর্থতার ভয় যে তিনি পেতেন, তা অনুষ্কারও অজানা নয়। নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান, একটা সময় তিনি ভাবতেন, কিছুই থাকবে না তাঁর সঙ্গে।

4 / 5
বলিউড বাদশা, সিনে দুনিয়ায় যাঁর রাজত্ব তুঙ্গে। সেই সেলিব্রিটির দাপট বাড়িতে ঠিক কতটা! কথায় বলে বাড়িতে কেবল স্ত্রী বা গৃহিণীদের রাজত্ব চলে। শাহরুখের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে! নাকি শাহরুখ খান বলে তিনিই সর্বেসর্বা!

বলিউড বাদশা, সিনে দুনিয়ায় যাঁর রাজত্ব তুঙ্গে। সেই সেলিব্রিটির দাপট বাড়িতে ঠিক কতটা! কথায় বলে বাড়িতে কেবল স্ত্রী বা গৃহিণীদের রাজত্ব চলে। শাহরুখের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে! নাকি শাহরুখ খান বলে তিনিই সর্বেসর্বা!

5 / 5
Follow Us: