AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মনে হয় না ‘ধূমকেতু টু’ আটকে রাখা যাবে, বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়

দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় বাংলার অন্যতম সফল জুটি হলেও, তাঁরা শুধুমাত্র ছ' টা ছবি করেছেন এখনও পর্যন্ত। নায়ক দেবের পাশে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সবচেয়ে সুন্দর দেখতে লাগে, এমনটা নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখছেন অনুরাগীরা। এই ছবির প্রচার পর্বের আগে ব্যক্তিগত জীবনের কারণেই দেব-শুভশ্রীর মধ্যে কিছুটা দূরত্ব ছিল। কিন্তু ছবির প্রচার পর্বে নজরুল মঞ্চে নায়ক-নায়িকাকে বলতে শোনা গিয়েছে, একে-অপরের সঙ্গে ছবি করতে রাজি তাঁরা, যদি পরিচালকরা চিত্রনাট্য নিয়ে আসেন।

মনে হয় না 'ধূমকেতু টু' আটকে রাখা যাবে, বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়
| Edited By: | Updated on: Aug 17, 2025 | 8:21 AM
Share

স্বাধীনতা দিবসের মরসুমে হিট বাংলা ছবি ‘ধূমকেতু’। দশ বছর আগে তৈরি ছবি ঝড় তুলল বক্স অফিসে। এই ছবির শেষে দেখা যায়, কাহিনি অসমাপ্ত। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল, ‘ধূমকেতু টু’ কি হবে? পরিচালক বললেন, ”আমার কাজ ছিল ‘কাহিনি অসমাপ্ত’ লিখে দেওয়া। সেটা করে আমি প্রযোজক, নায়ক, নায়িকাকে জানিয়ে দিয়েছি। তবে ‘ধূমকেতু’ নিয়ে যেমন উন্মাদনা, মনে হয় না আটকে রাখা যাবে।”

দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় বাংলার অন্যতম সফল জুটি হলেও, তাঁরা শুধুমাত্র ছ’ টা ছবি করেছেন এখনও পর্যন্ত। নায়ক দেবের পাশে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সবচেয়ে সুন্দর দেখতে লাগে, এমনটা নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখছেন অনুরাগীরা। এই ছবির প্রচার পর্বের আগে ব্যক্তিগত জীবনের কারণেই দেব-শুভশ্রীর মধ্যে কিছুটা দূরত্ব ছিল। কিন্তু ছবির প্রচার পর্বে নজরুল মঞ্চে নায়ক-নায়িকাকে বলতে শোনা গিয়েছে, একে-অপরের সঙ্গে ছবি করতে রাজি তাঁরা, যদি পরিচালকরা চিত্রনাট্য নিয়ে আসেন।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট, তিনি এই ছবির দ্বিতীয় ভাগ তৈরি করতে প্রস্তুত। তাই আশা করা যায়, শুটিং ফ্লোরে আবার দেব-শুভশ্রী মুখোমুখি হবেন। তবে কোন বছর তৈরি হতে পারে এই ছবি, তা এখনও স্থির হয়নি। বলিউডের মতোই বাংলায় দর্শকরা সফল ছবির সিক্যোয়েল নিয়ে মেতে থাকেন। কৌশিকের ছবি ‘অর্ধাঙ্গিনী’ সফল হওয়ার পর তাঁর সিক্যোয়েলের শুটিং সেরে ফেলেছেন পরিচালক। ‘ধূমকেতু’ নিয়ে শেষ পর্যন্ত কোন পদক্ষেপ করবেন প্রযোজকদ্বয় এবং পরিচালক, সেই দিকে নজর রাখতেই হবে।