‘আমি পালানোর মানুষ নই’, ধারাবাহিক ছাড়ছেন না জীতু, আর দিতিপ্রিয়া?
কয়েকদিন ধরেই এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে এক শ্রেণির কপালে চিন্তার ভাঁজ। তবে কি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক বন্ধ হতে চলেছে? এক সঙ্গে আর কাজ করবেন না তাঁরা?

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে এক জনপ্রিয় ধারাবাহিকের-এর নাম। কারণ একটাই। প্রকাশ্যে ধারাবাহিকের নায়ক-নায়িকার বচসা। নাম না করে ধারাবাহিকের সহঅভিনেতার দিকে অভিযোগের তির ছুঁড়েছিলেন দিতিপ্রিয়া রায়। মূলত, তাঁর এই পোস্টে তুলে ধরেছিলেন অভিনেতার সঙ্গে তাঁর হোয়াটসঅ্য়াপ চ্যাটের কথোপকথনের কিছু অংশ। যা দিতিপ্রিয়ার কাছে ‘অনৈতিক’ বলে মনে হয়েছিল। এই ঘটনার রাত গড়াতে না গড়াতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হন জীতু কামাল। তিনি উল্লেখ্য চ্যাটের স্ক্রিনশর্টই সরাসরি পোস্ট করে নিজের জায়গা স্পষ্ট করেন। আর তার পর থেকেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে এক শ্রেণির কপালে চিন্তার ভাঁজ। তবে কি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক বন্ধ হতে চলেছে? এক সঙ্গে আর কাজ করবেন না তাঁরা?
এই জল্পনারই এবার অবসান ঘটালেন নায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। লিখলেন, “ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা, পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে, যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেব, সেই রকম মানুষ আমি নই। প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। (আর্টিস্ট এর প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ ‘ব্রিচ অফ কন্ট্রাক্ট’ , সেটাও তো এখনও হয়নি) ”চিরদিনই তুমি যে আমার” দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জি বাংলার পর্দায়।”
সূত্রের খবর, দিতিপ্রিয়াও ধারাবাহিক ছাড়ার কথা ভাবছেন না। বরং ধারাবাহিকের গল্প এমনভাবে সাজানো হচ্ছে যাতে দু’জনকে কাছাকাছি আসতে না হয়। পরবর্তীতে কীভাবে চিত্রনাট্য সাজানো হবে, বা কোন দিকে গল্প এগোবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
