Explained: যৌনাঙ্গে এই রোগ কতটা ভয়ঙ্কর, সঙ্গমে কি ছড়ায়?
Explained: জেনিটাল হারপিস (Genital Herpes)। এই হারপিস সাধারণের চেয়েও আরও কয়েকগুণ ভয়ঙ্কর। কিন্তু কেন এই রোগ নিয়ে এখন আলোচনা করছি? জেনিটাল হারপিস আসলে কী? কোন কোন লক্ষণ দেখলে সাবধান হতে হবে?

হারপিস, নামটা শুনলেই এখনও কুঁকড়ে যান অনেকেই। একবার হলে যন্ত্রণার শেষ থাকে না। সঙ্গে লাল লাল র্যাশ বা অনান্য উপসর্গ তো রয়েছেই। কেউ বলেন হারপিস একবার হয়ে গেলে আর ভয় নেই। কেউ বলেন এমন কোনও কারণে নিশ্চিন্ত হওয়ার মানেই হয় না। হারপিস ফিরে আসতে পারে বারবার। তবে আমাদের এই প্রতিবেদনের আলোচ্য বিষয় কেবল সাধারণ হারপিস নয়। বরং তার থেকেও বেশি কিছু। জেনিটাল হারপিস (Genital Herpes)। এই হারপিস সাধারণের চেয়েও আরও কয়েকগুণ ভয়ঙ্কর। কিন্তু কেন এই রোগ নিয়ে এখন আলোচনা করছি? জেনিটাল হারপিস আসলে কী? কোন কোন লক্ষণ দেখলে সাবধান হতে হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে টিভি৯ বাংলা ডিজিটাল যোগাযোগ করেছিল প্রখ্যাত ত্বক বিশেষজ্ঞ গৌতম বন্দ্যোপাধ্যায়। কী বলছেন তিনি? ...
