AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cancer Vaccine: ভ্যাকসিনেই সারবে ক্যানসার, বড় দাবি রাশিয়ার বিজ্ঞানীদের

Cancer Vaccine: FMBA-র প্রধান ভেরোনিকা স্কোভরটসোভা বলেন, বছরের পর বছর গবেষণার পর ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ৩ বছর লেগেছে। ট্রায়ালে দেখা গিয়েছে, বারবার ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ। এবং খুবই কার্যকর।

Cancer Vaccine: ভ্যাকসিনেই সারবে ক্যানসার, বড় দাবি রাশিয়ার বিজ্ঞানীদের
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 10:25 PM
Share

মস্কো: এবার কি ভ্যাকসিনেই সুস্থ হয়ে যাবেন ক্যানসার রোগী? রাশিয়ান বিজ্ঞানীরা এমনই দাবি করছেন। তাঁরা নতুন ক্যানসার ভ্যাকসিন তৈরি করছেন। ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) বলছে, নতুন এই ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার সংবাদ সংস্থা TASS জানিয়েছে, ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই ঘোষণা করেছেন FMBA-র প্রধান ভেরোনিকা স্কোভরটসোভা।

রাশিয়ার বিজ্ঞানীর যে ভ্যাকসিন তৈরি করছেন, তার নাম ‘এনটেরোমিক্স ভ্যাকসিন’। দশম ইস্টার্ন ইকোনমিক ফোরামে FMBA প্রধান ঘোষণা করেন, ট্রায়ালে ১০০ শতাংশ কার্যকরী হয়েছে এই ভ্যাকসিন। mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। কয়েকটি কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। mRNA ভ্যাকসিন কোষগুলিকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসার আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

ভেরোনিকা স্কোভরটসোভা বলেন, বছরের পর বছর গবেষণার পর ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ৩ বছর লেগেছে। ট্রায়ালে দেখা গিয়েছে, বারবার ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ। এবং খুবই কার্যকর। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, টিউমারের আকৃতি ৬০-৮০ শতাংশ পর্যন্ত কমবে। কোলোরেক্টাল ক্যানসারের মোকাবিলা করাই এই ভ্যাকসিনের প্রথম লক্ষ্য। ইস্টার্ন ইকোনমিক ফোরামে ভেরোনিকা ঘোষণা করেন, “ব্যবহারের জন্য ভ্যাকসিনটি প্রস্তুত। আমরা অফিসিয়াল ছাড়পত্রের জন্য অপেক্ষা করছি।”

রাশিয়ার বিজ্ঞানীদের এই দাবি নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “প্রাণীর উপর ট্রায়ালে খুব ভাল ফল পাওয়া গিয়েছে। এবং মানবদেহে ফেজ ওয়ান ট্রায়ালও শুরু হয়েছে। ৮৪ জন ভলান্টিয়ার নিয়ে এই ট্রায়াল হয়েছে। সেখানেও ১০০ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। ফেজ ওয়ানে দেখা হয়, এই ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না। কোন ডোজে দিলে সেটা সহ্য করা যায়। এগুলিতে চমকপ্রদ আশা দেখা দিয়েছে।” রাশিয়ার বিজ্ঞানীদের দাবি সত্যি হলে, এবার ক্যানসার রোগ ভ্যাকসিন নিলেই সেরে যাবে।