Explained: কতটা ভয়ঙ্কর করোনার নতুন ভ্যারিয়েন্ট?
চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার নতুন যে ভ্যারিয়েন্টে মানুষ সংক্রমিত হচ্ছেন তার নাম JN1। আসলে ভাইরাসের চরিত্র হল প্রতি মুহূর্তে নিজেকে অভিযোজন করা।

লকডাউন, আপনজনের মৃত্যু, কাছের মানুষের থেকে দূরে থাকা, আইসোলেশন- কোভিড বললেই মানুষের মনে প্রথম এসে ভিড় করে এই সব ছবি। সম্প্রতি গোটা দক্ষিণ এশিয়া জুড়ে আবারও দেখা দিয়েছে সেই একই আতঙ্ক। চিন, হংকং, সিঙ্গাপুর টপকে যা এখন ছড়িয়ে পড়ছে ভারতের প্রত্যেক প্রান্তে। বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কেমন? সোমবার অবধি পাওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্র অনুসারে ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই পার করেছে হাজারের গন্ডিও। সক্রিয় কোভিড কেসের সংখ্যা ১০১০। মহারাষ্ট্রের থানেতে করোনায় আক্রান্ত হয়ে এক ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। কর্নাটকের বেঙ্গালুরুতে ৮৪ বছরের এক বৃদ্ধ করোনায় মারা গিয়েছেন। কর্নাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁই...
