Fruits for Thyroid: এই ৩ ফল খেলেই কমবে থাইরয়েডের বাড়বাড়ন্ত, বশে থাকবে বাড়তি ওজনও

Foods to Avoid: হাইপোথাইরয়েডজিমে যখন ওজন বাড়তে থাকে, হৃৎস্পন্দনের গতি ধীর হয়ে যায়, ডিপ্রেশন জাঁকিয়ে বসে, তখন শুধু ওষুধ খেলেই চলে না। আপনার লাইফস্টাইলেও ছোটখাটো বদল আনতে হয়। যদিও থাইরয়েডে খাওয়া-দাওয়া নিয়ে খুব বেশি নিষেধাজ্ঞা নেই। তবে, বেশ কিছু ফল রয়েছে, যা থাইরয়েডের রোগীদের রোজ খাওয়া উচিত।

Fruits for Thyroid: এই ৩ ফল খেলেই কমবে থাইরয়েডের বাড়বাড়ন্ত, বশে থাকবে বাড়তি ওজনও
Follow Us:
| Updated on: Apr 26, 2024 | 9:00 AM

থাইরয়েডের সমস্যা দেখা দিলে ওষুধ খাওয়া ছাড়া কোনও গতি নেই। ওষুধের মাধ্যমে থাইরয়েড হরমোনের নিঃসরণ ও কার্যকারিতা বজায় রাখা হয়। কিন্তু ওষুধ খেলেই যে থাইরয়েড জনিত সব সমস্যা নিমেষে দূর হয়ে যাবে, এমন নয়। হাইপোথাইরয়েডজিমে যখন ওজন বাড়তে থাকে, হৃৎস্পন্দনের গতি ধীর হয়ে যায়, ডিপ্রেশন জাঁকিয়ে বসে, তখন শুধু ওষুধ খেলেই চলে না। আপনার লাইফস্টাইলেও ছোটখাটো বদল আনতে হয়। যদিও থাইরয়েডে খাওয়া-দাওয়া নিয়ে খুব বেশি নিষেধাজ্ঞা নেই। তবে, বেশ কিছু ফল রয়েছে, যা থাইরয়েডের রোগীদের রোজ খাওয়া উচিত।

বেরিজাতীয় ফল: থাইরয়েডে সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি থাইরয়েডের কার্যকারিতাকে সচল রাখে। আর দেহে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি মেটাতে পারে ব্লুবেরি, স্ট্রবেরি, ক্র্যানবেরির মতো ফল। এগুলো থাইরয়েডের কারণে হওয়া ক্লান্তি, ওজন বৃদ্ধিকেও প্রতিরোধ করে।

আপেল: ভিটামিন, মিনারেল, ফাইবারের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আপেল। আপেল থাইরয়েড গ্রন্থিকে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে সুরক্ষিত রাখে। পাশাপাশি ডায়াবেটিস, কোলেস্টেরল, ওবেসিটি, হৃদরোগের মতো ক্রনিক অসুখকেও দূরে রাখে।

এই খবরটিও পড়ুন

অ্যাভোকাডো: বাংলায় দিন দিন বাড়ছে অ্যাভোকাডোর জনপ্রিয়তা। এই ফলে ভিটামিন কে, ফোলেট, ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন বি৫, বি৬ ও ভিটামিন ই-এর মতো পুষ্টি রয়েছে। থাইরয়েডের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে অ্যাভোকাডো দারুণ উপযোগী।

এসব ফল খাওয়ার পাশাপাশি বেশ কিছু খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে থাইরয়েডে। দেখে নিন সেগুলো কী-কী:

১) গবেষণায় দেখা গিয়েছে, সোয়াবিন ও সোয়াযুক্ত খাবার খেলে থাইরয়েডের সমস্যা বাড়বে।

২) বাঁধাকপি, ফুলকপির মতো সবজি থাইরয়েডে না খাওয়াই ভাল।

৩) কফি ছাড়া দিন চলে না। কিন্তু থাইরয়েড থাকলে আপনার কফি খাওয়া চলবে না।

৪) যে সব খাবারে অত্যধিক চিনি ব্যবহৃত হয়, সেগুলো হাইপোথাইরয়েডজিমে এড়িয়ে চলুন। এতে ওজন বাড়তে পারে।

৫) বিস্কুট, পিৎজা, বার্গার, পাস্তা, প্রসেসড মিটের মতো প্রক্রিয়াজাত খাবারে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে। এগুলো থাইরয়েডে খাবেন না।

৬) দুধ, দই, পনির, চিজ ও মাখন থাইরয়েডে এড়িয়ে চলুন। এগুলো হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী হতে পারে।