টিকা নেওয়ার আগে পেইন কিলার খেয়েছেন নাকি! কী বলছে WHO?
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফেক প্রোফাইল এই সব অবৈজ্ঞানিক উপায় ভুল বুঝিয়ে বিপথে নিয়ে যাচ্ছে মানুষকে। এতে ভ্যাকসিনের উপর মানুষের চিন্তাধারা বদলে যেতে পারে আশঙ্কা করছে হু।
সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে না সামলাতেই তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর সেই ঢেউ যাতে দ্বিতীয় ঢেউয়ের মতো বড় আকার ধারণ করতে না পারে, তার জন্য জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপর। মানুষের সচেতনতা , স্বাস্থ্য পরিকাঠামো ও টিকাকরণ, এই তিন ক্ষেত্রে যাতে কোনও রকম ফাঁক না থাকে, তার জন্য জোরদার কাজ চলছে সারা দেশেই।
তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণের মনে টিকাকরণ নিয়ে এখনও ভীতি থেকে গিয়েছে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মানুষের মধ্যে মাঝে মাঝেই চাঞ্চল্য তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মানুষ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য টিকার আগে পেইন কিলার খেয়ে নিচ্ছেন। এর ফলে যেটা হচ্ছে, তা আরও মারাত্মক। ভ্য়াকসিন নেওয়ার আগে ব্যথা উপশম করতে পেইন কিলার খেলে টিকার কার্যকারিতার উপর দারুণ প্রভাব পড়ে।
আরও পড়ুন: ভ্যাকসিন নেওয়ার পর ত্বকে সমস্যা! কী বলছেন ডার্মাটোলজিস্টরা?
অতিমারির বিরুদ্ধে লড়াই করতে হলে ভ্যাকসিন অবশ্যই প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তাঁদের কাছে অভিযোগ আসছিল, করোনার টিকা নেওয়ার আগে পেইন কিলার খাওয়ার পরামর্শ দিয়ে মানুষকে ভুল বোঝান হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জ্বর, গায়ে ব্যথা, মাথা ঝিম ঝিম করা, পেশীতে যন্ত্রণার মতো উপসর্গ দেখা যায়। আর সেইসব নিয়ন্ত্রণ করার জন্য পেইনকিলার বা প্যারাসিটামল খেয়ে নিচ্ছেন অনেকেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফেক প্রোফাইল এই সব অবৈজ্ঞানিক উপায় ভুল বুঝিয়ে বিপথে নিয়ে যাচ্ছে মানুষকে। এতে ভ্যাকসিনের উপর মানুষের চিন্তাধারা বদলে যেতে পারে আশঙ্কা করছে হু। এমনকি কয়েকটি প্রোফাইলে বলা হয়েছে, ভ্য়াকসিনে নেওয়ার আগে প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামাইনস জাতীয় ওষুধ কোভিড টিকাকরণ সেন্টারের কাউন্টারেও পাওয়া যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, “পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য কোভিড -১৯ টি ভ্যাকসিন গ্রহণের আগে প্যারাসিটামল জাতীয় পেইনকিলার গ্রহণের পরামর্শ দেওয়া হয় না। ভ্যাকসিনের কার্যকারিতার সঙ্গে পেইনকিলারের প্রভাব আদৌ রয়েছে কিনা এখনও পর্যন্ত পরীক্ষায় প্রমাণিত হয়নি। তিনি এও বলেন যে, টিকা গ্রহণের পরে যদি ব্যথা, জ্বর, মাথা ব্যথা বা পেশী ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে প্যারাসিটামল বা অন্যান্য পেইনকিলার গ্রহণ করতে পারেন।