জুলাই মাসে বেশ কয়েকটি রাশি পরিবর্তনের ঘটনা ঘটেছে। এবার বুধ গ্রহ ২ বার রাশি পরিবর্তন ঘটতে চলেছে। গত ৮ জুলাই মাসে কর্কট রাশিতে বদল করেছেন গ্রহরাজ। এছাড়া ২৫ জুলাইয়েও ফের বুধের রাশি পরিবর্তন হচ্ছে। এবার সিংহ রাশিতে বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজপুত্র বুধের গোচরের কারণে সব রাশির উপর প্রভাব পড়তে চলেছে। ২৫ জুলাই সিংহ রাশিতে বুধ রাশিতে গমন করতে চলেছে। এই রাশি বদলের জেরে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের ঝড় বয়ে আসতে চলেছে। এমনকি যে কাজই করুন না কেন, সেই কাজে সাফল্যের চূড়ায় অবস্থান করবে এই রাশির।
বুধ রাশির পরিবর্তনের কারণে তিন রাশির ভাগ্য সূর্যের মতো চকচক করবে। চাকরি, ব্যবসায় উন্নতির শিখরে থাকবেন কোন কোন সৌভাগ্য়বান রাশি, তা জেনে নিন এখানে…
মেষ রাশি
বুধ এই রাশির পঞ্চম ঘরে গমন করবে ও বিশেষ খবর বয়ে আসতে চলেছে। সেই সংবাদ সন্তানের কৃতিত্বের উপর হতে পারে। সরকারি চাকরির জন্য লাগাতার পরীক্ষা দিয়ে চলেছেন, তাদের জন্য সুখবর আসতে চলেছে। কঠোর পরিশ্রম করছেন যারা তারা এবার ফল পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা প্রেমের সম্ভাবনা রয়েছে। এমনকি প্রেম জমে ক্ষীর হওয়ারও সম্ভবনা রয়েছে। আর্থিক দিক থেকেও দারুণ উন্নতি হতে পারে আপনার।
সিংহ রাশি
লগ্ন গৃহে পাড়ি দিয়ে এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে দ্বিগুণ। কর্মক্ষেত্রেও দারুণ উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের ফল পাবেন হাতে-নাতে। এছাড়াও, বেতন বৃদ্ধি হতে পারে এই সময়। দাম্পত্য জীবনে অশান্তির মেঘ কেটে সুখবর আসতে পারে। বিবাহের যোগ রয়েছে জাতক-জাতিকাদের। বিয়ের প্রস্তাব আসতে পারে শীঘ্রই। বিলাসিতার জন্য ব্যয় করতে পারেন। আয় বুঝে ব্যয় করার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
বুধ গোচরের জেরে ভাগ্য সহায় থাকবে। পাওনা টাকা হাতে আসতে পারে আজ। কঠোর পরিশ্রমের ফল হাতেনাতে পেতে পারেন আজ। এছাড়া ব্যবসায় উন্নতি ঘটবে এই সময়। ভাগ্যের জেরে আপনি বেশ কিছু কাজ খুব সহজেই শেষ করতে পারবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। গৃহে শুভ কোনও অনুষ্ঠান হতে পারে। পুজোপাঠে মন বসতে পারে। পরিবারের সকলকে নিয়ে সুখে সময় কাটাতে পারেন। একান্তে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারেন।