Handsome Man: মহিলারা এই ৫ রাশির জাতকদের প্রেমে হাবুডুবু খায়, আপনার কোন রাশি?

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 16, 2023 | 1:32 PM

Zodiac Signs: জ্যোতিষ অনুসারে এমন পাঁচটি রাশির পুরুষ রয়েছেন, যাঁদের দেখা মাত্র মহিলারা তাঁদের প্রেমে পড়েন।

Handsome Man: মহিলারা এই ৫ রাশির জাতকদের প্রেমে হাবুডুবু খায়, আপনার কোন রাশি?

Follow Us

নারী-পুরুষের পারস্পারিক আকর্ষণ নতুন বিষয় নয়। যুগ যুগ ধরে এটা চলে আসছে। মানব সভ্যতা টিকে থাকার পিছনে নারী-পুরুষের পারস্পারিক আকর্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিটা মানুষেরই যে সবাইকে ভাল লাগবে এমন হয় না। প্রত্যেকে মানুষের নিজস্ব কিছু পছন্দ, ভাল লাগা, মন্দ লাগার বিষয় রয়েছে। তবে, অনেক ক্ষেত্রে আমরা প্রথম দেখাতেই মানুষের প্রেমে পড়ি, তার প্রতি আকর্ষিত হই। আপনি কি জানেন এর কিছু জ্যোতিষশাস্ত্র লুকিয়ে। জ্যোতিষ অনুসারে এমন পাঁচটি রাশির পুরুষ রয়েছেন, যাঁদের দেখা মাত্র মহিলারা তাঁদের প্রেমে পড়েন। সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি লুকিয়ে নেই তো? চলুন জেনে নেওয়া যাক।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকেরা খুব আকর্ষণীয় হয়। এঁদের অস্তিত্ব মহিলাদের প্রভাবিত করে। মহিলারা যত বেশি এই রাশির পুরুষদের সঙ্গে মিশবেন, তত বেশি তাঁদের প্রতি আকর্ষিত হবেন। ফলে তাঁদের প্রেমেও পড়তে পারবেন। বলি তারকা বরুণ ধাওয়ানহলেন বৃষ রাশির জাতক। অনেক মেয়েরাই কিন্তু তাঁর উপর ক্রাশ খায়। আপনিও যদি বৃষ রাশির জাতক হয়ে থাকেন, তাহলে চোখ কান খোলা রাখুন। হতেই পারে আপনার লুক মহিলাদের নজর কাড়ে।

মকর রাশি- আপনি কি জানেন বলিউডের গ্রিড গড হৃত্বিক রোশন হলেন মকর রাশির জাতক। ৪৯ বয়সি হৃত্বিকের উপর আজও ক্রাশ খায় বহু মহিলা। তাঁর মহিলা ফ্যানবেস নিয়ে কথা বললে শেষ হওয়ার নয়। স্পষ্টত, মকর রাশির জাতকরা সহজেই মহিলাদের নজর কাড়ে। মহিলারা সহজেই মকর রাশির জাতকদের প্রেমে পড়ে। আপনার যদি মকর রাশি হয়ে থাকে, তাহলে আপনার উপরও ক্রাশ খান বহু মহিলা।

কুম্ভ রাশি- সুন্দর চেহারা সকলেরই নজরে পড়ে। কুম্ভ রাশির জাতকেরা সুন্দর চেহারার মালিক হন। এঁরা যেখানেই যান, মহিলাদের নজরে পড়েন। এঁদের মহিলা ফ্যানফলোয়িং বেশ ভাল হয়। মহিলারা সহজেই এঁদের প্রেমে পড়েন। তাছাড়া কুম্ভ রাশির পুরুষদের মনও ভাল হয়। এঁদের উদার মানসিকতাও মহিলাদের বেশ আকর্ষিত করে।

সিংহ রাশি- অনেকেই হয়তো জানেন না যে, মহিলারা সহজেই সিংহ রাশির জাতকদের প্রেমে পড়েন। এঁরা খুব বাস্তবাদী হন। তাছাড়া এঁদের ব্যক্তিত্ব খুব বেশি নজর কাড়ে মহিলাদের। পাশাপাশি এঁদের দৈহিক সৌন্দর্যও নজর কাড়ে মহিলাদের। মহিলারা সিংহ রাশির জাতকদের খুব ভরসা করে।

​কন্যা রাশি- ​কন্যা রাশির জাতকেরাও আকর্ষণীয় চেহারার অধিকারী হন। এঁরা নিজেদের স্টাইল স্টেটমেন্ট বজায় রাখতে পারদর্শী। ফলে, মহিলাদের চোখ কন্যা রাশির জাতকদের এড়ায় না। কন্যা রাশির জাতকদের মনও খুব ভাল হয়। এঁদের ব্যবহার সহজেই মহিলাদের মন জয় করে নেয়।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)