সনাতন জ্যোতিষশাস্ত্র মতে, যে কোনও ব্যক্তির জীবনে শুভ ও মন্দ, উভয় সময়ই আসে। আর তার কারণ হল গ্রহ-নক্ষত্রের রাশি বা অবস্থান পরিবর্তন। জ্যোতিষচর্চায় যাঁরা বিশ্বাস করেন, তাঁরা অবশ্যই জানেন যে, গ্রহ-নক্ষত্রের গতিবিধির ওপরই রাশির জাতক-জাতিকাদের ভালো-মন্দের সময় নির্ভর করে থাকে। যখন কোনও একটি গ্রহ বা নক্ষত্র নিজের অবস্থান সরে গিয়ে অন্য রাশিতে গতিবিধি পরিবর্তন করে. তখন গোটা বিশ্বের পাশাপাশি প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপর তার প্রভাব পড়ে। জ্যোতিষ মতে, এবছর দুর্গাপুজোয় বেশ কয়েকটি শুভ ও রাজযোগ গঠিত হচ্ছে। শারদীয়া নবরাত্রিতে প্রায় ৯ বছর পরে কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। আর তাতেই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যেও জুটবে বেশ কিছু বদল। জীবনের সবচেয়ে সেরা সময় কাটাতে পারেন তাঁরা। এমনকি হাতের মুঠোয় সব কিছু নিয়ন্ত্রণে থাকতে পারে।
জ্যোতিষশাস্ত্র মতে, এবছর বুদ্ধাদিত্য যোগ ও চিত্রা নক্ষত্রের যোগ ১৫ অক্টোবর গঠিত হয়েছিল ও স্বাতী নক্ষত্রের যোগ ১৬ অক্টোবর গঠিত হয়েছিল। ১৭ অক্টোবর প্রীতি নক্ষত্র আয়ুষ্মান নক্ষত্র যোগ, ১৮ সর্বার্থ সীধিয়া অমৃত সিদ্ধি যোগ, ২০ অক্টোবর রবি যোগ ও ২১ অক্টোবর শ্রী পুষ্কর যোগ গঠিত হয়েছে। আগামী ২৪ অক্টোবর অমৃত কাল ও বুদ্ধি যোগ গঠিত হতে চলেছে। এই বিরল ও শুভ যোগের কারণে ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে ঘটতে চলেছে নয়া মোড়। প্রচুর অর্থপ্রাপ্তি, হাতের কাছে আসবে অগাধ ধন-সম্পত্তি, যার জেরে ভিখারি থেকে রাজা বা ধনী হয়ে যেতে পারেন।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা দুর্গা পুজোর সময় সব কিছু থাকবে অনুকূলে। আর্থিক লাভ হবে অপ্রত্যাশিতভাবে। কর্মজীবীদের বেতন বৃদ্ধি পেতে পারে। বিবাহিত জীবন সুখী ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি।
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে নয়া মোড় ঘটতে চলেছে। সৌভাগ্য লাভ হতে পারে এই রাশির। বন্ধ হয়ে যাওয়া কাজ শেষ হবে এই সময়। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, পাশাপাশি ব্যবসা ও কর্মজীবনের উন্নতিও হবে।
ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি খুব অনুকূলে থাকবে। সাফল্যের শীর্ষে থাকবেন আপনি। সবচেয়ে কঠিন কাজগুলি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন এই সময়। ব্যবসায় ভাল লাভের মুখ দেখতে পাবেন। সমাজে সম্মান বৃদ্ধি পাবে।