AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj Yoga in December: মঙ্গল ও শুক্রের মিলনে মর্তেই স্বর্গের সুখ পাবে এই রাশিগুলি!

Auspicious Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল ও শুক্রের সংমিশ্রণে ডিসেম্বর মাসে রাজ যোগ তৈরি হচ্ছে। এই রাজ যোগ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে!

Raj Yoga in December: মঙ্গল ও শুক্রের মিলনে মর্তেই স্বর্গের সুখ পাবে এই রাশিগুলি!
| Edited By: | Updated on: Nov 25, 2022 | 12:18 PM
Share

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের মিলনের ফলে অনেক শুভ ও অশুভ যোগ তৈরি হয়। শুভ যোগ জাতক বা জাতিকার ভাগ্য পরিবর্তন করে দেয়। আবার অশুভ যোগের প্রভাবে একজন ব্যক্তিকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাজযোগ হল অন্যতম শুভ যোগ। জ্যোতিষীরা বলছেন রাজ যোগ কয়েকটি রাশির জাতক ও জাতিকার জন্য খুব শুভ ফল বয়ে নিয়ে আসছে! এই সময় ওই রাশির জাতক-জাতিকারা রাজার মতো সুখ লাভ করবে। জ্যোতিষীরা বলছেন যে ২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে তৈরি হওয়া রাজ যোগ কিছু রাশিচক্রের জন্য বিশেষ পরিবর্তন নিয়ে আসবে। ইতিমধ্যেই ১৩ নভেম্বর মঙ্গল দেব বৃষ রাশিতে পাড়ি দিয়ে রাজ যোগ তৈরি করেছিলেন। যার প্রভাব দেখা যাবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এদিকে শুক্রও ধনু রাশিতে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে মঙ্গল ও শুক্রের মিলনে তৈরি হওয়া রাজযোগ কোন রাশির জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে তা জানা যাক—

বৃষ: জ্যোতিষ গণনা অনুসারে, শুক্র এই রাশির ঊর্ধ্বমুখী ঘরে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা এই সময়ে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। সেই সঙ্গে এই সময়ে আপনি যে কাজেই হাত লাগান না কেন, তাতে আপনি অসাধারণ সাফল্য পাবেন। রাজ যোগের শুভ প্রভাবের কারণেই এমনটি ঘটবে। এর পাশাপাশি বৃষরাশির লোকেরা মঙ্গল দেবের বিশেষ আশীর্বাদও পাবেন। ধন-সম্পদের বৃদ্ধি ও সুখের উপায় মিলবে। আয় বৃদ্ধির পাশাপাশি নতুন কর্ম লাভ হবে যা অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে।

কর্কট: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র এই রাশির পঞ্চম ঘরে রয়েছে এবং মঙ্গল একাদশ ঘরে রয়েছে। এই অবস্থায়, উভয় গ্রহই এই রাশির উপর শুভ প্রভাব ফেলবে। এমন অবস্থায় শুক্র ও মঙ্গল গ্রহের রাজ যোগের শুভ প্রভাবে বিবাহিত জীবনে সুখ পাবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। এই সময়ে ব্যবসা এবং চাকরিতে শুভ পরিবর্তন দেখা যাবে। এর পাশাপাশি, রাজ যোগের শুভ প্রভাবে বৈষয়িক সম্পদ বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তিও বৃদ্ধি পেতে পারে।

ধনু: ধনু রাশির ষষ্ঠ ঘরে মঙ্গল গমন করেছে। যেখানে শুক্র প্রবেশ করেছে দ্বাদশ ঘরে। এমন পরিস্থিতিতে শুক্র ও মঙ্গলের রাজ যোগ এই রাশির জাতকদের জন্য খুবই উপকারী এবং শুভ বলে প্রমাণিত হবে। এমন অবস্থায় রাজ যোগের শুভ প্রভাবের কারণে সুখ ও আকস্মিক অর্থলাভের উপায় বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া চাকরি-ব্যবসায়ও অগ্রগতি হবে। পিতামাতার কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। দাম্পত্য জীবনে সম্পদ বৃদ্ধি পাবে।