জীবনে প্রেম বলে কয়ে আসে না। সাত পাকে বাধা পড়ার পরেও আপনার জীবনে কেউ ‘দস্তক’ দিয়ে যেতে পারে। যদিও পরকীয়া সবসময়ই আলোচনার বিষয়। কখনও একাকীত্ব থেকে প্রেম, আবার কখনও অবহেলার কারণে। আবার কেউ একটু অন্যভাবে জীবনকে উপভোগ করতে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে। ঠিক কোন পরিস্থিতি বা কী কারণে একটা সম্পর্কে থাকার পরও মানুষ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন, তা বলা মুশকিল। কিন্তু যেখানে পরকীয়া সেখানে সমাজের চোখ এড়িয়েই চলে প্রেম। ২০২৪-এও এই ৪ রাশির জাতক-জাতিকারা পরকীয়ায় লিপ্ত হতে পারেন। একটা মানুষের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও অন্য কারও প্রেম পড়তে পারেন। কোন-কোন রাশি জাতক-জাতিকারা পরকীয়ায় লিপ্ত হতে পারেন, টিপস দিচ্ছেন ট্যারো কার্ড রিডার সাঁঝবাতি রায়।
কন্যা রাশি- ২০২৩ এর শেষ থেকেই কন্যা রাশির মানুষদের চলতি প্রেম বা বিবাহ সম্পর্কে বেশ কিছু টানাপোড়েন, মতের অমিল আসতে চলেছে। অনেকে সঙ্গীর সঙ্গে থেকেও নিজেকে একা মনে করছেন। ২০২৪-এর মার্চ মাস থেকে কন্যা রাশির জীবনে কোনও নতুন ব্যক্তির আনাগোনা শুরু হতে পারে। অনলাইন অথবা কাজের জায়গায় কারও সঙ্গে আলাপচারিতা ও ঘনিষ্ঠতা বাড়তে পারে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কন্যা রাশির সবচেয়ে বেশি।
মকর রাশি- এমনিই মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সাড়ে সাতি চলছে। ভাল-মন্দ মিশিয়ে ফল দেয়। মন এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। জীবনে সুন্দর সম্পর্ক থাকা সত্ত্বেও বাইরের দিকে মন ছুটে ছুটে যাবে। চারদিকে নানা ধরনের মানুষ থাকবে। আপনি থাকবেন তাঁদের মধ্যমণি হয়ে। একই সময়ে একাধিক সম্পর্ক অথবা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে মাথায় রাখবেন, বছরটা শনির আর শনি আপনাদের দেবতা। সুতরাং যা করবেন ভেবেচিন্তে কারণ। যা করবেন সেই ফলটাই কিন্তু পাবেন যাকে বলে ‘Karma’।
তুলা রাশি- সব ভাল চললেও হঠাৎ করে বাইরের দিকে মন যেতে পারে তুলা রাশির জাতক-জাতিকাদের। লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা যুগলদের সম্পর্কে চির ধরতে পারে। তুলা রাশির জাতক-জাতিকারা সম্পর্কের বাইরে গিয়ে যৌনতা খুঁজতে পারেন। পরিস্থিতি এমন তৈরি হতে পারে, যেখানে আপনি সম্পর্ক ছাড়াই অন্য কোনও ব্যক্তির সঙ্গে যৌনতায় বা পরকীয়ায় লিপ্ত হলেন এই বছর। মে মাস থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
মেষ রাশি- মেষ রাশির অনেক মানুষদের অনেকদিন ধরে সম্পর্কে মধুরতা নেই। পার্টনারের সঙ্গে সেই বন্ডিং-এর অভাব বোধ করছেন মেষ রাশির জাতক জাতিকারা। ২০২৪-এ হঠাৎ করে তাদের জীবনে কোনও নতুন ব্যক্তি হাতছানি দিতে পারে। যাঁদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করবেন আপনারা। তবে যদি আপনার চলতি সম্পর্কে কোনও সমস্যা না থাকে, তাও আপনি মন বাইরের দিকে চলে যেতে পারে। তবে, বছর শেষ হওয়ার আগেই কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন আপনার পার্টনারের কাছে। খুব সাবধান।