AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Favorite Zodiac Signs of Lord Shiva: শিবের খুব প্রিয় এই ৫ রাশি! বটবৃক্ষের মতো সব বিপদ থেকে আগলে রাখেন শিবঠাকুরই

Lord Shiva Blessings: অল্প কিছু নিবেদন করলেই শিব আশীর্বাদে ভরিয়ে দেন। শিবের রয়েছে পছন্দের ফুল, ফল, ভোগ। তেমনি রয়েছে ভোলেবাবার প্রিয় কিছু রাশি। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসেই শিবের রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা বদলে যেতে পারে। মহাদিদেবের কৃপায় সেই রাশির জাতকরা সব কিছু দিক থেকে সুবিধা পেয়ে থাকেন।

Favorite Zodiac Signs of Lord Shiva: শিবের খুব প্রিয় এই ৫ রাশি! বটবৃক্ষের মতো সব বিপদ থেকে আগলে রাখেন শিবঠাকুরই
| Updated on: Jul 31, 2024 | 4:17 PM
Share

শ্রাবণ মাসে শিবের বিশেষ রীতিতে আরাধনা করার নিয়ম যেমন রয়েছে, তেমনি এই পবিত্র মাসে বেশ কিছু মানুষের ভাগ্যও খুলে যেতে পারে। কারণ শিবের প্রিয় রাশিগুলি বিশেষ সুবিধা পেয়ে থাকেন। কথিত আছে, অল্প নৈবেদ্য নিবেদন করলেই মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। অল্প কিছু নিবেদন করলেই শিব আশীর্বাদে ভরিয়ে দেন। শিবের রয়েছে পছন্দের ফুল, ফল, ভোগ। তেমনি রয়েছে ভোলেবাবার প্রিয় কিছু রাশি। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসেই শিবের রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা বদলে যেতে পারে। মহাদিদেবের কৃপায় সেই রাশির জাতকরা সব কিছু দিক থেকে সুবিধা পেয়ে থাকেন। কিন্তু কোন কোন রাশি শিবের খুব প্রিয়, তা অনেকেই জানেন না।

মেষ রাশি

মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। ভগবান শিবের কৃপায় সব কাজ সাফল্যের সঙ্গে সিদ্ধ হয়। এই রাশির জাতকরা জীবনে প্রচুর খ্যাতি অর্জন করেন। যে কাজেই হাত দিন না কেন, সেই কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারেন। সমাজে থাকে নামযশ। কেরিয়ারে উন্নতি ও ব্যবসায় লাভ করেন এই রাশির জাতকরা। শ্রাবণ মাসে প্রতিদিন একটি তামার পাত্রে গুড় ও লাল চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত।

কর্কট রাশি

চন্দ্রদেব হলেন কর্কট রাশির অধিপতি। শিব সর্বদা চন্দ্রমাকে জটায় পরিধান করেন। ভগবান শিব সর্বদা কর্কট রাশির জাতক-জাতিকাদের সব বিপদ থেকে রক্ষা করেন। এই রাশির জাতক-জাতিকারা ধৈর্যশীল ও শান্ত স্বভাবের হয়ে থাকেন। শিবের বিশেষ আশীর্বাদ পেতে কর্কট রাশির জাতক-জাতিকাদের শ্রাবণ মাসে একটি রুপোর পাত্র দিয়ে শিবলিঙ্গের দুধ দিয়ে অভিষেক করা উচিত।

তুলা রাশি

তুলা রাশির অধিপতি হল শুক্রদেব। এই রাশির জাতক-জাতিকারা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন। শিবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় থাকে। শ্রাবণ মাসে প্রতিদিন জলে চিনি মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

এই রাশির অধিপতি হলেন শনিদেব। শনিদেব মহাদেবকে তাঁর উপাসক মনে করেন। তাই কথিত আছে, শনি কখনওই শিবের ভক্তদের কষ্ট দেন না। অত্যন্ত কঠিন সময়েও শিবের আশীর্বাদ বজায় থাকে। সবরকম বিপদ থেকে রক্ষা করেন মহাদেব। মহাদেবের পবিত্র মাসে প্রতিদিন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করা উচিত এই রাশির জাতক জাতিকাদের।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতিও হলে ন্যায়ের দেবতা শনিদেব। শনির এই রাশির জাতক-াজাতিকারা শিবের আশীর্বাদে ভরপুর থাকেন। পরিশ্রমী, সত্‍ ও অর্থ সঙ্কটে ভুগলে, সেই জাতকদের বিশেষভাবে সহায় থাকেন ভোলেবাবা। শিবের আশীর্বাদে এই রাশির সংসার সুখ ও শান্তিতে ভরে ওঠে। বিশেষ আশীর্বাদ পেতে, শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে আখের রস নিবেদন করা উচিত।