AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kashmir Tourism: ১.৬২ কোটি পর্যটক এ বছর ঘুরেছে কাশ্মীর উপত্যকা, ৭৫ বছরে সর্বোচ্চ

পর্যটকদের পাশাপাশি চিত্রনির্মাতারা যাতে কাশ্মীরে ছুটে আসেন, সে জন্য ফিল্ম নীতি বানানো হয়েছে।

Kashmir Tourism: ১.৬২ কোটি পর্যটক এ বছর ঘুরেছে কাশ্মীর উপত্যকা, ৭৫ বছরে সর্বোচ্চ
প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 8:10 PM
Share

শ্রীনগর: এ বছর এখনও অবধি ১ কোটি ৬২ লক্ষ পর্যটক কাশ্মীরে ঘুরতে এসেছেন। স্বাধীনতার পর থেকে এক বছরে আসা পর্যটকদের নিরিখে এই সংখ্যা সর্বোচ্চ। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে কাশ্মীর পর্যটন বিভাগের মুখপাত্র। তিন দশক পর কাশ্মীরে পর্যটনদের জন্য় সোনার দিন এসেছে বলে দাবি করা হয়েছে। কাশ্মীরের পর্যটন বিভাগের তরফে দাবি করা হয়েছে, এই অঞ্চলের পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে তা বুঝিয়ে দেয় পর্যটকদের সংখ্যা বৃদ্ধি।

জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে জম্মু ও কাশ্মীরের নিয়োগের সবথেকে বড় উৎস হয়েছে পর্যটন। এ বছরের প্রথম কয়েক মাসেই সাড়ে ২০ লক্ষ পর্যটক কাশ্মীর উপত্য়কায় এসেছেন। এর মধ্যে রয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার অমরনাথের যাত্রী। কাশ্মীর উপত্যকায় অভূতপূর্ব সৌন্দর্যকে চাক্ষুস করতে দেশের সমস্ত প্রান্ত থেকে ছুটে এসেছিলেন পর্যটকরা। পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, কাশ্মীর উপত্যকায় এ বছর সব সারা মাস জুড়েই প্রায় ২০ লক্ষ করে পর্যটক কাশ্মীরে উপস্থিত থেকেছেন। পহলগাম, গুলমার্গ, সোনমার্গের মতো জায়গা এবং হোটেল, গেস্টহাউস সব সময় ভর্তি থেকেছে। জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তেই পর্যটনের জেরে বিপুল রোজগার হয়েছে। পুঞ্চ, রাজৌরির মতো সীমানাগুলিতেও পর্যটকরা গিয়ে রোজগার বাড়িয়েছেন।

পর্যটকদের পাশাপাশি চিত্রনির্মাতারা যাতে কাশ্মীরে ছুটে আসেন, সে জন্য ফিল্ম নীতি বানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ১৪০টি এলাকায় শুটিংয়ের অনুমতি দেওয়ার নোটিস ইতিমধ্যেই জারি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণা জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে নতুন সুযোগ এনে দিতে পারে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।