AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

10-minute delivery: আজ থেকে ১০ মিনিটে ডেলিভারি আর নয়, পাকাপাকিভাবে জানিয়ে দিল কেন্দ্র

10-minute delivery: গিগ ওয়ার্করা দীর্ঘদিন থেকেই একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন করে আসছিলেন। ১০ মিনিটে ডেলিভারি বন্ধের দাবিও তুলেছিলেন। পেশাগত কারণে তাঁরা এই ধরনের অমানবিক কাজ করতে বাধ্য হচ্ছেন, এ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাঁরা বিপদের মধ্যে পড়ছেন। তাই অবিলম্বে এই ধরনের ১০ মিনিটের ডেলিভারি বন্ধ করা উচিৎ।

10-minute delivery: আজ থেকে ১০ মিনিটে ডেলিভারি আর নয়, পাকাপাকিভাবে জানিয়ে দিল কেন্দ্র
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jan 13, 2026 | 4:02 PM
Share

কলকাতা: ডেলিভারি পার্সনদের সুরক্ষায় গুরুত্ব কেন্দ্রের। আর নয় ১০ মিনিটে ডেলিভারি, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ফুড ডেলিভারি সংস্থাগুলির কাছে চলে গিয়েছে কেন্দ্রের নির্দেশ। ইতিমধ্যেই ১০ মিনিটে ডেলিভারি বন্ধ করেছে ব্লিঙ্কিট। গিগ ওয়ার্কদের সুরক্ষা নিয়ে বিগত কয়েক মাস ধরেই জোরদার চাপানউতোর চলেছে। উত্তাল হয়েছে সংসদও। তাড়াহুড়ো করে ডেলিভারি করতে গিয়ে পরপর মৃত্যুতে বেড়েছে চাপানউতোর। কপালে চিন্তার ভাঁজ চাওড়া হয়েছে কেন্দ্রের। তারপরই শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার। 

এই সমস্ত সংস্থাগুলিতে যে সমস্ত গিগ ওয়ার্করা কাজ করতেন তাঁরা দীর্ঘদিন থেকেই একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন করে আসছিলেন। চাকরির নিশ্চয়তার দাবির পাশাপাশি ১০ মিনিটে ডেলিভারি বন্ধের দাবি তুলেছিলেন। পেশাগত কারণে তাঁরা এই ধরনের অমানবিক কাজ করতে বাধ্য হচ্ছেন, এ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাঁরা বিপদের মধ্যে পড়ছেন। তাই অবিলম্বে এই ধরনের ১০ মিনিটের ডেলিভারি বন্ধ করা উচিৎ। এই দাবিকে সামনে রেখে নাগরিক মহলেও হিন্দোল ওঠে। যদিও কোনওভাবেই কর্ণপাত করেনি এই সংস্থাগুলি। এমনকি প্রাথমিক স্তরে এ নিয়ে কোনও তৎপরতা দেখা যায়নি সরকারি স্তরেও। 

গত বছর ২৫ ডিসেম্বর দেশের সমস্ত বড় শহরগুলিতেও ধর্মঘটেও যেতে দেখা যায় গিগ ওয়ার্কারদের একটা বড় অংশকে। ৩১ ডিসেম্বরেও সেই ধর্মঘটের পুনরাবৃত্তি দেখা যায়। তারপরই সরকার নড়েচড়ে বসে। এরইমধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার মধ্যস্থতা ব্লিঙ্কিট, জেপটোর মতো সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়েছে ১০ মিনিটে ডেলিভারি তুলে নেওয়া হবে। এদিন থেকেই গ্রাহকরা এই ধরনের সুবিধা আর পাবে না। ইতিমধ্যেই ব্লিঙ্কিট এই পরিষেবা তুলে নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত কার্যকর করেছে বলে দাবি করেছে।