‘করোনাকে করি না ভয়’, উপত্যকায় সচেতনতা বাড়াতে টিকা নিলেন ১২০ বছরের বৃদ্ধা, কুর্নিশ সেনাবাহিনীর
গত ১৭ মে উধমপুরের বাসিন্দা ঢোলি দেবীর করোনা টিকা নেন। তাঁর নাতি চমন লাল জানান, ১২০ বছর বয়সে টিকা নিয়েও কোনও শারীরিক সমস্যা হয়নি তাঁর।
উধমপুর: গ্রামীণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নজির গড়লেন জম্মু-কাশ্মীরের এক বৃদ্ধা। বয়স তাঁর ১২০, তবুও করোনা টিকা নিয়ে বাকিদের কাছে দৃষ্টান্তের সৃষ্টি করলেন। শুক্রবার তাঁর এই পদক্ষেপের জন্য সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যানিট জেনারেল ওয়াইকে জোশী তাঁকে স্মারক দিয়ে সম্মান জানান।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই চলতি বছরের জানুয়ারি মাস থেকেই দেশজু়ড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু বহু মানুষের মধ্যেই এখনও করোনা টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নানা ধন্দ রয়েছে। সেই কারণেই অনেকে করোনা টিকা নিতে চাইছেন না। সেখানেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গডজ়তে ঢোলি দেবীর টিকাকরণ বিশেষ গুরুত্ব বহন করছে।
গত ১৭ মে উধমপুরের বাসিন্দা ঢোলি দেবীর করোনা টিকা নেন। তাঁর নাতি চমন লাল জানান, ১২০ বছর বয়সে টিকা নিয়েও কোনও শারীরিক সমস্যার মুখে পড়তে হয়নি তাঁকে। সামান্য জ্বরটুকুও আসেনি। যদি তাঁর কোনও সমস্যা না হয়, তবে বাকিরাও টিকা নিয়ে সুরক্ষিতই থাকবেন, এই বার্তাই দিতে চেয়েছেন তিনি, এমনটাই জানান ঢোলিদেবীর নাতি।
অন্য দিকে, সেনাবাহিনীর তরফেও ঢোলিদেবীর মনের জোর ও সচেতনতাকে কুর্নিশ জানানো হয়েছে। এক অফিসার বলেন, “এই মহামারীর অন্ধকারে আশার আলো নিয়ে আসেন ঢোলি দেবীর মতো মানুষেরা। ওনাকে দেখে অনুপ্রাণিত হয়েই বর্তমানে গোটা গ্রাম টিকাকরণের জন্য এগিয়ে এসেছে।” ঢোলি দেবীর টিকা নেওয়ার খবর পেয়েই কার্গিল যুদ্ধের এক নায়ক লেফটেন্যান্ট জেনারেল ওয়াইকে জোশী তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন ও সম্মান জানান।