PM SVANidhi scheme : লাগে টাকা দেবে কেন্দ্র! ‘স্ট্রিট হকারদের’ জন্য বড় ঘোষণা মোদী সরকারের

Avra Chattopadhyay |

Dec 18, 2024 | 7:05 PM

PM SVANidhi scheme : পথ বিক্রেতাদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। এদিন প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় মোট ১৩ হাজার ৪২২ কোটি টাকা ঋণ প্রদানের প্রতিশ্রুতি কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের।

PM SVANidhi scheme : লাগে টাকা দেবে কেন্দ্র! স্ট্রিট হকারদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের
Image Credit source: Getty Image | PTI

Follow Us

নয়াদিল্লি: পথে-ঘাটে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন হকার ও দোকানদাররা। শুধু শহর কলকাতার রাস্তাঘাট নয়, দেশের ছোট-বড় শহরে রাস্তার ধার ও ফুটপাতে জোর তাদেরই। কিছু কিছু হকারদের তো আবার বিক্রি দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় বহু ক্রেতার। ক্ষণিকের জন্য তো ভেবেই বসেন চাকরির পাশে পথে-ঘাটে একটা ছোট্ট দোকান দিয়ে একটু বেশি আয় করলে মন্দ হত না।

যদি এমনটা ভেবে থাকেন, তবে এটাই সঠিক সময়। পথ বিক্রেতাদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। এদিন প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় মোট ১৩ হাজার ৪২২ কোটি টাকা ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেয় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। যার মধ্যে ৯৪ লক্ষ টাকার ঋণ যথারীতি প্রদান করা হয়ে গিয়েছে ও ৪০ লক্ষ টাকা ইতিমধ্যে পরিশোধও করে দিয়েছেন উপভোক্তারা।

করোনাকালীন সময়ে পথ বিক্রেতাদের আর্থিক দিক থেকে তুলে ধরতে এই প্রকল্পটির ঘোষণা করেছিল মোদী সরকার। তৎকালীন সময়ে বিক্রেতা প্রতি পঞ্চাশ হাজার অবধি ঋণও প্রদান করেছিল তারা।

কীভাবে পেতে পারেন এই ঋণ?

২০২০ সালে মার্চ মাসের আগে থেকে যারা পথ বিক্রেতা হিসাবে ব্যবসা চালাচ্ছে তারাই এই প্রকল্পের আওতায় উপভোক্তা হওয়ার যোগ্যতা রাখে। প্রতিবছর ৭ শতাংশ সুদের হারে মোট তিন ধাপে এই প্রকল্পে ঋণ প্রদান করা হয়ে থাকে, প্রথম ধাপে বিক্রেতা ১০ হাজার টাকা পাবেন। দ্বিতীয় ধাপে পাবেন ২০ হাজার টাকা ও তৃতীয় ধাপে মিলবে একেবারে ৫০ হাজার টাকা।

 

Next Article