Maleesha Kharwa: ঝুপড়ি থেকে বিলাসবহুল বিউটি ব্র্যান্ডের মডেল, চেনেন এই ‘বস্তির রাজকুমারি’কে?
Dharavi slum girl Maleesha Kharwa: মুম্বইয়ের ধারাভি বস্তির বাসিন্দা ১৪ বছরের মালীশা খারওয়া। বস্তির এই মেয়েই বর্তমানে বিশ্বখ্যাত বিলাসবহুল বিউটি ব্র্যান্ড 'ফরেস্ট এসেনশিয়ালস'-এর নতুন প্রচার, 'দ্য যুবতী কালেকশন'-এর মুখ।
মুম্বই: মুম্বইয়ের ধারাভি বস্তির বাসিন্দা ১৪ বছরের মালীশা খারওয়া। বস্তির এই মেয়েই বর্তমানে বিশ্বখ্যাত বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার, ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ। ২০২০ সালে মুম্বাইয়ে মালীশাকে আবিষ্কার করেছিলেন হলিউড অভিনেতা রবার্ট হফম্যান। পরে তিনি মালীশার জন্য একটি ‘গো ফান্ড মি’ পেজও তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজারেও বেশি। তার পোস্টগুলিতে হ্যাশট্যাগ দেওয়া থাকে, ‘প্রিন্সেস ফ্রম স্লাম’ (#princessfromtheslum), অর্থাৎ, বস্তির রাজকুমারি। হফম্যানের সঙ্গে দেখা হওয়ার পর থেকে একাধিক বড় সংস্থার হয়ে মডেলিং করেছে মালীশা। এর মধ্যে রয়েছে বিলাসবহুল আয়ুর্বেদ শিল্পের অন্যতম বড় নাম ‘ফরেস্ট এসেনশিয়ালস’।
গত এপ্রিলে মাসে, ‘ফরেস্ট এসেনশিয়ালস’ ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে মালেশার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। ওই ভিডিয়োতে মালীশাকে তাদের দোকানে প্রবেশ করতে দেখা গিয়েছে। দোকানটি সাজানো ছিল মালেসারই ছবি দেওয়া বিজ্ঞাপনটি দিয়ে। ভিডিয়োটির ক্যাপশনে ‘ফরেস্ট এসেনশিয়ালস’ লিখেছে, “তার এতদিনের স্বপ্ন চোখের সামনে বাসতব হতে দেখে তার মুখ বিশুদ্ধ আনন্দে উদ্ভাসিত হয়েছিল। মালীশার কাহিনি সকলকে মনে করিয়ে দেয় যে, স্বপ্নও সত্যি হয়।” ভিডিয়োটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বস্তির ঘর থেকে বিলাস বহুল ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন মালীশাকে। আবার কেউ কেউ জানিয়েছে, আগে কালো মেয়েদের বিউটি ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে বিবেচনাই করা হত না। কিন্তু, এখন সময় বদলেছে।
She is Maleesha kharwa, resident of slum area, near bandra, Mumbai, picked as fashion model by Forest essentials. Adorable she is..see the happiness on her face. Kudos to the company for selecting her
New India✌️. Do we need only bollywood stars and cricketers? pic.twitter.com/UZtDSdgvwN
— Zeenat Dar (@zeedee93) May 21, 2023
ভোগ ইন্ডিয়া পত্রিকাকে এক সাক্ষাত্কারে, ফরেস্ট এসেনশিয়ালস-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান ম্যানেজিং ডিরেক্টর মীরা কুলকার্নি জানিয়েছেন, তাঁদের ‘যুবতী কালেকশন’ শুধুমাত্র একজন মালীশার স্বপ্নকেই সফল করেনি, বরং সামগ্রিকভাবে তরুণ মনকে আরও শক্তিশালী করতে অবদান রেখেছে। তিনি বলেছেন, “মালীশা এই প্রচারের মুখ হলেও, ফরেস্ট এসেনশিয়াল এই বিজ্ঞাপনের মাধ্যমে স্বপ্নের ধারণাকে সামনে নিয়ে এসেছে। আমরা বলতে চেয়েছি, যে যে পরিস্থিতি থেকেই উঠে আসুক না কেন, আপনার স্বপ্ন যত বড় বা ছোট হোক না কেন, স্বপ্ন সবাই দেখে এবং সমস্ত স্বপ্নই গুরুত্বপূর্ণ।” আর ১৪ বছরের মালীশা জানিয়েছে, মডেলিং করা তার স্বপ্ন হলেও, সে সবসময় শিক্ষাকেই অগ্রাধিকার দেবে। বাকি সব কিছু তার পরে।