দাদা বলে ডাকত ৮ বছরের মেয়েটা, তাঁকেই ধর্ষণের চেষ্টা, বাধা পেতেই যা করল যুবক, কল্পনাতেও আসেনি কারোর…

Crime: জেরায় যুবক জানায়, নাবালিকা তাঁর পরিচিত। তাঁকে দাদা বলে ডাকত। সোমবার ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে আর্মি ক্যান্টনমেন্টের পিছনে পরিত্য়ক্ত একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে।

দাদা বলে ডাকত ৮ বছরের মেয়েটা, তাঁকেই ধর্ষণের চেষ্টা, বাধা পেতেই যা করল যুবক, কল্পনাতেও আসেনি কারোর...
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Dec 25, 2024 | 7:11 AM

নয়া দিল্লি: ধর্ষণে বাধা, আট বছরের নাবালিকাকে মেরে ঝুলিয়ে দিল ১৯ বছরের যুবক। রাজধানী দিল্লির বুকেই এমন নৃশংস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে দিল্লির আর্মি ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আগেরদিন, অর্থাৎ সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল কিশোরী। তাঁর মা-বাবা সারা রাত এলাকা জুড়ে তাঁর খোঁজ করেছিল।

আট বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই ওই এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করে। সেখানে দেখা যায়, অভিযুক্ত যুবকের সঙ্গে যাচ্ছে নাবালিকা। এরপরই তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

জেরায় যুবক জানায়, নাবালিকা তাঁর পরিচিত। তাঁকে দাদা বলে ডাকত। সোমবার ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে আর্মি ক্যান্টনমেন্টের পিছনে পরিত্য়ক্ত একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। নাবালিকা বাধা দিলে, যুবক তার গলা টিপে ধরে এবং কিছুক্ষণেই তাঁর মৃত্যু হয়।

খুনকে আত্মহত্যা বলেই চালানোর চেষ্টা করেছিল যুবক। সেই কারণে নাবালিকার গলায় স্কার্ফ বেঁধে, তাঁর দেহ রডের সঙ্গে ঝুলিয়ে দেয়। যুবকের বয়ানের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, পরিবারের অভিযোগ, ধর্ষণের চেষ্টা নয়, নাবালিকাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ জাতীয় সড়কও অবরোধ করেন। পরে পুলিশ-প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নেওয়া হয়।