AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

24 Airports Closed: ১৫ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশের ২৪ বিমানবন্দর, তালিকায় কোন কোন এয়ারপোর্ট

24 Airports Closed: ইতিমধ্যেই একাধিক বিমানসংস্থার তরফে জারি করা হয়েছে বিবৃতি। ইন্ডিগো থেকে এয়ার ইন্ডিয়া, সবাই যাত্রীদের তরফে সরকারের নতুন নির্দেশিকার কথা জানিয়ে বিবৃতি জারি করেছে। আগে ১০ তারিখ পর্যন্ত বেশ কিছু এয়ারপোর্ট বন্ধের সিদ্ধান্ত হয়েছিল।

24 Airports Closed: ১৫ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশের ২৪ বিমানবন্দর, তালিকায় কোন কোন এয়ারপোর্ট
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: May 09, 2025 | 9:17 PM
Share

নয়া দিল্লি: বারবার হানা দিচ্ছে পাকিস্তান। কিন্তু, প্রতিবারই ব্যর্থ। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিকে টার্গেট করে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। বিষ নজর কাশ্মীর থেকে পঞ্জাব, রাজস্থানের মতো রাজ্যগুলিতে। কিন্তুই প্রতিবারই পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে ভারতের নিজস্ব ডিফেন্স সিস্টেম। কিন্তু, বেশিরভাগ আক্রমণ যেহেতু আকাশপথেই হচ্ছে তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার। অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রেও নেওয়া হল বড় সিদ্ধান্ত। গোটা দেশের ২৪ এয়ারপোর্ট বন্ধ থাকছে ১৫ মে ভোর সাড়ে  ৫টা পর্যন্ত। তালিকায় থাকছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, রাজকোট, যোধপুর এবং কিষাণগড়ের মতো এয়ারপোর্ট। 

ইতিমধ্যেই একাধিক বিমানসংস্থার তরফে জারি করা হয়েছে বিবৃতি। ইন্ডিগো থেকে এয়ার ইন্ডিয়া, সবাই যাত্রীদের তরফে সরকারের নতুন নির্দেশিকার কথা জানিয়ে বিবৃতি জারি করেছে। আগে ১০ তারিখ পর্যন্ত বেশ কিছু এয়ারপোর্ট বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু, বর্তমানে পরিস্থিতি বিবেচনা করেই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। 

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যাঁরা ইতিমধ্যেই ছুটিতে ছিলেন তাঁদের দ্রুত কাজে ফিরতে বলা হয়েছে। শুধু কলকাতা নয়, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর।