করোনা টিকার দু’টি ডোজ় নিয়েও আক্রান্ত ৩ ইঞ্জিনিয়ার
ভ্যাকসিন নেওয়ার পরও প্রত্যেককে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সুরাট: দেশে এখন দু’টি অনুমোদিত করোনা প্রতিষেধক (COVID Vaccine)। জোর কদমে চলছে করোনা টিকাকরণ। প্রথম দফার পর দ্বিতীয় দফায় করোনা টিকা পাচ্ছেন আম আদমিরা। কিন্তু কমছে না করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা। সুরাটে করোনা টিকা নেওয়ার পর ৩ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। জানা গিয়েছে তাঁরা প্রত্যেকেই করোনার দু’টি ডোজ় নিয়েছিলেন।
যে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে, তাঁরা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার। তাঁদের মধ্যে একজন সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের সেন্ট্রাল জোন অফিসে কাজ করেন। তিনি করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন ২৮ জানুয়ারি, দ্বিতীয় ডোজ় নেন ৩ মার্চ। টিকা নেওয়ার ৪ দিন পরে তাঁর গলায় সংক্রমণ ও কাশি হয়। এরপর করোনা পরীক্ষা করলে জানা যায় তিনি কোভিড পজিটিভ।
ওই ইঞ্জিনিয়ার জানিয়েছেন, তিনি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে কারোর সংস্পর্শে এসে তাঁর করোনা হয়ে থাকতে পারে। অন্য এক ইঞ্জিনিয়ার তিনিও সিভিক বডির শহর উন্নয়ন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রথম ডোজ় নিয়েছিলেন ৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় ডোজ় ৭ মার্চ নেওয়ার পরও তাঁর শরীরে বাসা বাধে করোনা। তাঁরও গলায় সংক্রমণ দেখা দিয়েছিল।
তৃতীয় ইঞ্জিনিয়ারও এসএমসির সেন্ট্রাল জোনে কর্মরত। তিনি টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন ১ ফেব্রুয়ারি, দ্বিতীয় ডোজ় ২ মার্চ নেওয়ার পর তাঁর শরীরে ৬ মার্চ করোনা হানার প্রমান মেলে। ৩ জনের প্রত্যেকই এখন হোম আইসোলেশনে রয়েছেন। প্রসঙ্গত, চিকিৎসকরা করোনা টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কখনওই উড়িয়ে দেননি। তাঁরা বারবার বলেছেন টিকার দু’টি ডোজ় নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, কারণ টিকা কখনওই ১০০ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তাই ভ্যাকসিন নেওয়ার পরও প্রত্যেককে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ‘লোকসভায় বিরোধীদের দিকে ক্যামেরা থাকে না’, পক্ষপাতিত্বের অভিযোগ অধীরের