নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ বিল নিয়ে পর্যালোচনার জন্য ৩৯ সদস্যের যৌথ সংসদীয় কমিটি গঠন করা হল। কমিটিতে রয়েছেন লোকসভার ২৭ সদস্য এবং রাজ্যসভার ১২ সদস্য। কমিটির নেতৃত্ব দেবেন রাজস্থানের পালি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পিপি চৌধুরি। কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী ও তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যৌথ সংসদীয় কমিটিতে রয়েছেন।
দিন চারেক আগেই লোকসভায় পেশ হয়েছিল এক দেশ, এক ভোট সংক্রান্ত বিল। এরপর কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা বিল নিয়ে ডিভিশনের দাবি তোলে। সে ক্ষেত্রে বিল নিয়ে বিতর্কের আগে ভোটাভুটি করতে হয়। মঙ্গলবার সেই ভোটাভুটিতে বিলের পক্ষে ২৬৯ জন সাংসদ ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন ১৯৮ জন।
এরপর বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গড়া হয়। এদিন সেই কমিটির ৩৯ জন সদস্যের নাম ঘোষণা করা হল। কমিটিতে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপির ১৬ সদস্য রয়েছেন। বিজেপির মণীশ তিওয়ারি, অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্রের মতো লোকসভার সাংসদরা এই কমিটিতে রয়েছেন। সবমিলিয়ে এনডিএ-র ১৯ সদস্য রয়েছেন যৌথ সংসদীয় কমিটিতে।
অন্যদিকে, এই কমিটিতে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ কংগ্রেসের পাঁচ সাংসদ রয়েছেন। ইন্ডিয়া জোটের সবমিলিয়ে ১৫ সদস্য রয়েছেন। তার মধ্যে যৌথ এই সংসদীয় কমিটিতে তৃণমূলের ২ সাংসদ রয়েছেন। একজন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।
ইন্ডিয়া ও এনডিএ জোটের বাইরে থাকা বিজেডি ও জগন্মোহন রেড্ডির YSRCP-র মতো দলের সাংসদরাও কমিটিতে রয়েছেন।
প্রথমে ঠিক ছিল যৌথ সংসদীয় কমিটিতে ৩১ জন সদস্য থাকবেন। সেটা এখন বাড়িয়ে ৩৯ জন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে। তবে চাইলে বিল পর্যালোচনার জন্য সময় বাড়ানোর আবেদন জানাতে পারে কমিটি। পর্যালোচনা শেষ যৌথ সংসদীয় কমিটি কী রিপোর্ট দেয়, সেটাই দেখার।