Stabbing in Wedding Function: মাঝপথে কেন বন্ধ হল গান? মদ্যপ অতিথিদের ‘তাণ্ডবে’ রক্তাক্ত বিয়েবাড়ি!

Nagpur: সামান্য গান বাজানো ঘিরে বচসার জেরে বরের বন্ধু ও কনের ভাইকে ছুরি দিয়ে কোপাল আমন্ত্রিত চার অতিথি।

Stabbing in Wedding Function: মাঝপথে কেন বন্ধ হল গান? মদ্যপ অতিথিদের 'তাণ্ডবে' রক্তাক্ত বিয়েবাড়ি!
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 10:22 AM

নাগপুর: বিয়ে হয়েছিল শনিবার, রবিবার আয়োজন করা হয়েছিল বউভাতের অনুষ্ঠানের। বেশ জাকজমকের সঙ্গেই আয়োজন করা হয়েছিল বরের বাড়়িতে। বিকেল হতেই আসতে শুরু করেছিলেন আমন্ত্রিতরা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বিয়েবাড়ির সমস্ত আনন্দ মলিন হয়ে গেল। সামান্য গান বাজানো ঘিরে বচসার জেরে বরের বন্ধু ও কনের ভাইকে ছুরি দিয়ে কোপাল আমন্ত্রিত চার অতিথি। ঘটনাটি ঘটেছে নাগপুরে। জানা গিয়েছে, হামলাকারী চারজনই মদ্যপ ছিলেন। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগপুরের কপিল নগরে ঘটেছে ঘটনাটি। শনিবার ওই নাগপুরের দুই বাসিন্দা বিয়ে করেন। নতুন বউকে বাড়ি আনার পর, রবিবার রিসেপশন বা বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাত্রের বাড়ি থেকে। বিকেল থেকেই আমন্ত্রিতরা আসতে শুরু করেন। কনের বাড়ি থেকেও তাঁর ভাই সহ অন্যান্য আত্মীয়রা এসেছিলেন। প্রথমে বেশ মজাই করছিলেন সকলে।

এদিকে, আমন্ত্রিতদের জন্য খোলা বারের আয়োজনও করা হয়েছিল। সেখানেই অনেকে মদ্যপান করছিলেন এবং নাচানাচি করছিলেন। তবে রাত গড়াতেই আশেপাশের বাসিন্দাদের কথা ভেবে বন্ধ করে দেওয়া হয় গান। এরপরই ক্ষুব্ধ হন কয়েকজন মদ্যপ অতিথি। তারা ফের গান চালাতে বলেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে গান চালু করতে অস্বীকার করা হলে, তারা চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে আসেন কনের ভাই ও বরের এক বন্ধু। তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মদ্যপ চার যুবক।

কথা কাটাকাটি বাড়লে, পাশে খাবার টেবিলে পড়ে থাকা ছুরি দিয়েই কনের ভাই ও বরের বন্ধুকে কোপাতে শুরু করে আমন্ত্রিত চার অতিথি। উপস্থিত বাকিরা কোনওমতে তাদের আটকান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় এবং আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, আমন্ত্রিত ওই চারজন মদ্যপান করে অশান্তি করছিলেন বলেই গান বন্ধ করে দেওয়া হয়। তারা ফের গান চালানোর দাবি করলে বচসা শুরু হয়। দুইজনই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।