AP Train Accident: মাঝপথে কেন দাঁড়াল ট্রেন, দেখতে নেমেছিলেন! কলকাতাগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু ৫ যাত্রীর

AP Train Accident: রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল নাগাদ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ফলে শ্রীকাকুলামের কাছে বাটুভা গ্রামে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।

AP Train Accident: মাঝপথে কেন দাঁড়াল ট্রেন, দেখতে নেমেছিলেন! কলকাতাগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু ৫ যাত্রীর
ট্রেনে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 8:47 AM

অমরাবতী: মাঝপথে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় নেমেছিলেন রেললাইনে (Rail Line)। আশেপাশের জায়গাই ঘুরে দেখছিলেন, কিন্তু উল্টোদিক থেকেই যে ধেয়ে আসছিল ট্রেন, তা খেয়াল করেননি তারা। হর্ন কানে পৌছনোর আগেই একদম সামনে চলে এসেছিল ট্রেনটি, ফলে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৫ যাত্রীর। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলামে। কলকাতাগামী কোনার্ক এক্সপ্রেসের (Konark Express) ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল নাগাদ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ফলে শ্রীকাকুলামের কাছে বাটুভা গ্রামে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। আশেপাশে কোনও স্টেশন না থাকায়, মাঝপথে কেন দাঁড়াল ট্রেন, তা জানতেই বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তারা ইঞ্জিনের কাছে গিয়ে খোঁজখবরও নেন।

এরপরে তারা যখন পাশের লাইন ধরে নিজেদের কামরার দিকে এগিয়ে আসছিলেন, সেই সময়ই কোর্নাক এক্সপ্রেস এসে ওই যাত্রীদের পিছন থেকে ধাক্কা মারে। যে লাইনে সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসটি দাঁড়িয়েছিল, ঠিক তার পাশের লাইন দিয়েই উল্টোদিক থেকে আসছিল কোনার্ক এক্সপ্রেস। কলকাতাগামী ওই ট্রেন মোট সাতজনকে চাপা দেয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, বাকি দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, কাছাকাছি কোনও স্টেশন না থাকায়, কলকাতাগামী কোনার্ক এক্সপ্রেস দ্রুতগতিতে আসছিল। তবে লাইনে ঘুরে বেড়ানো যাত্রীদের চালক দেখতে পেয়েছিলেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদি হর্ন বাজানো হয়, তবে যাত্রীরাই বা কেন লাইন থেকে সরেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। জেলা প্রশাসনকে যাবতীয় সহযোগিতা ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন বলেই তিনি জানান।

আরও পড়ুন: Deoghar Ropeway Accident: জল-বিস্কুট খেয়েই ঝুলন্ত কেবিনে কাটল দেড়দিন! ভোরের আলো ফুটতেই ফের শুরু উদ্ধারকার্য 

আরও পড়ুন: Maharashtra Power Crisis: নেই কয়লার জোগান, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এই রাজ্যে!