বেরিয়ে আসছিল শুধু রক্ত! বেলাগাম গতিতে ধাক্কা ট্রাকের পিছনে, দুমড়ে মুচড়ে ঢুকে গেল আস্ত গাড়ি

গাড়িতে মোট সাতজন ছিলেন, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। গাড়ির চালক ও ছোট একটি শিশু কোনওমতে রক্ষা পেয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।

বেরিয়ে আসছিল শুধু রক্ত! বেলাগাম গতিতে ধাক্কা ট্রাকের পিছনে, দুমড়ে মুচড়ে ঢুকে গেল আস্ত গাড়ি
ট্রাকের তলায় ঢুকে গিয়েছে গাড়িটি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 12:26 PM

লখনউ: গাড়ি করেই লখনউ থেকে ঝড়খণ্ডে যাচ্ছিল গোটা পরিবার, সঙ্গে ছিল পাঁচ বছরের মেয়েও। কিন্তু গতির নেশাই অনাথ করে দিল একরত্তি শিশুকে। পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। গুরুতর আহত পাঁচ বছরে শিশু ও গাড়ির চালক।

বৃহস্পতিবার ভোরেই উত্তর প্রদেশের বসতি জেলায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে আসা গাড়িটি সজোরে ধাক্কা মারে একটি ট্রাকে। সংঘর্ষের জোর এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে গাড়িটি ট্রাকের নীচে ঢুকে যায়। সেই সময় গাড়িতে ছিলেন সাতজন, ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।  কোনও মতে রক্ষা পায় পাঁচ বছরের শিশু ও গাড়ির চালক। তবে আশঙ্কাজনক অবস্থা গাড়ির চালকের।

পুর্নিয়া ক্রসিংয়ের কাছে  দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায়, গাড়িটি সম্পূর্ণভাবেই ট্রাকের তলায় চলে গিয়েছে। ক্রেন ব্যবহার করে ট্রাকের তলা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বের করে আনা হয়। কালওয়ারির সার্কেল অফিসার অলোক প্রসাদ জানান, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনার ট্রাকে।

তিনি জানান, গাড়িতে মোট সাতজন ছিলেন, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। গাড়ির চালক ও ছোট একটি শিশু কোনওমতে রক্ষা পেয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত চিকিৎসায় ব্য়বস্থাও করার নির্দেশ দিয়েছেন তিনি। আরও পড়ুন: আগামীদিনেও একজোট থাকাই লক্ষ্য, বিরোধীদের নৈশভোজের আয়োজন কংগ্রেস নেত্রীর, আমন্ত্রণ পেলেন মমতাও