AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: অনুমতি ছাড়াই অমিত শাহের বাড়ির অভিমুখে, পাকড়াও একই পরিবারের ৬ সদস্য

Delhi Police: ঠিক কী কারণেই এই একই পরিবারের ৬ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছিলেন, তাঁরা কোন এলাকার বাসিন্দা, তাঁদের পরিচয় কী, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

Amit Shah: অনুমতি ছাড়াই অমিত শাহের বাড়ির অভিমুখে, পাকড়াও একই পরিবারের ৬ সদস্য
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 11:26 PM
Share

নয়া দিল্লি: বিশেষ কোনও কারণ নাকি নাশকতা? অনুমতি ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নয়াদিল্লির বাসভবনের দিকে যাচ্ছিলেন। একজন নয়, একসঙ্গে ৬ জন। যদিও তাঁদের উদ্দেশ্য সফল হয়নি। বাড়ির চৌহদ্দি পর্যন্ত পৌঁছনোর আগেই তাঁদের পাকড়াও করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। ধৃতরা সকলে একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

কৃষ্ণা মেনন মার্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে বিনা অনুমতিতে ৬ জনের যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন নয়া দিল্লির ডিএসপি প্রণব তায়াল। তিনি বলেন, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের ওই এলাকায় দেখতে পেয়েই পাকড়াও করা হয়। কোনও ঘটনা ঘটার আগেই সময়মতো তাঁদের ধরা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

ঠিক কী কারণেই এই একই পরিবারের ৬ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছিলেন, তাঁরা কোন এলাকার বাসিন্দা, তাঁদের পরিচয় কী, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্রের খবর, ধৃত ৬ জন দিল্লির আনন্দ বিহার এলাকায় গাড়ি চালাতেন এবং তাঁরা অবসাদগ্রস্ত ছিলেন। যদিও ঠিক কী কারণে তাঁরা অবসাদগ্রস্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে এর আগেও তাঁরা প্রকাশ্যে আত্মহত্যা করতে গিয়ে ধরা পড়েছিলেন।