মর্মান্তিক, সিলিন্ডার বিস্ফোরণে মৃত একই পরিবারের ৭

চিকিৎসারত অবস্থায় হাসপাতালে (Hospital) মারা যান ৭ জন। পরিবারের আরও কয়েকজন সদস্য কাজের কারণে অন্য জায়গায় ছিলেন। সেই সময় তাদের ঘরে বিস্ফোরণ হয়।

মর্মান্তিক, সিলিন্ডার বিস্ফোরণে মৃত একই পরিবারের ৭
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 2:16 PM

আহমেদাবাদ: রাতে হঠাৎ করে এলপিজি সিলিন্ডার (LPG cylinder) বিস্ফোরণ। ঘটনাস্থলে ছিলেন ৭ জন শ্রমিক। জানা গিয়েছে, ৭ জন শ্রমিক একই পারিবারের। তারা কর্মসূত্রে গুজরাটে (Gujarat) থাকলেও বাড়ি মধ্যপ্রদেশে। ঘটনায় এলাকায় শোকারে ছায়া। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। গ্যাস লিক ছিল সেই সময় একজন সুইট অন করায় বিপত্তি। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। গুরুতর আহত অবস্থায় সবাইকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যান ৭ জন। পরিবারের আরও কয়েকজন সদস্য কাজের কারণে অন্য জায়গায় ছিলেন। সেই সময় তাদের ঘরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজে ছুটে আসেন স্থানীয় মানুষেরা। এরপরেই সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইতিমধ্যেই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি মৃত শিশুর পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ হিসেবে। আরও পড়ুন: চাকরি চলে গেলে পিএফ অ্যাকাউন্ট থেকে তোলা যায় অগ্রিম টাকা