৭২-র বৃদ্ধের প্রথম ডোজ় কোভ্যাক্সিনের, দ্বিতীয় ডোজ় কোভিশিল্ডের! টিকা গরমিলে এ বার কাঠগড়ায় মহারাষ্ট্র

সরকারের তরফে স্পষ্টভাবেই জানানো হয়েছিল, প্রথম টিকা যে সংস্থার নেওয়া হবে, দ্বিতীয় টিকাও সেই সংস্থারই দিতে হবে। নাহলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

৭২-র বৃদ্ধের প্রথম ডোজ় কোভ্যাক্সিনের, দ্বিতীয় ডোজ় কোভিশিল্ডের! টিকা গরমিলে এ বার কাঠগড়ায় মহারাষ্ট্র
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: May 14, 2021 | 6:55 AM

মুম্বই: একেই টিকার আকাল, তার উপর যদিও বা কোনওমতে মিলল দুটি ডোজ়, কিন্তু তা দুই সংস্থার। অর্থাৎ নিয়ম না মেনেই ওই ব্যক্তিকে একটি কোভ্যাক্সিন ও একটি কোভিশিল্ডের ভ্যাকসিন দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ৭২ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে এই ঘটনা ঘটার পরই কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, দত্তাত্রেয় বাগমারে নামক ওই বৃদ্ধ জালনা জেলার একটি ছোট গ্রামের বাসিন্দা। তিনি গত ২২ মার্চ গ্রামীণ হাসপাতালে কোভ্যাক্সিনের প্রথম ডোজ় নেন। গত ৩০ এপ্রিল তিনি অন্যত্র একটি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে যান। সেখানে তাঁকে কোভ্যাক্সিনের বদলে দেওয়া হয় কোভিশিল্ডের ডোজ়।

বৃদ্ধের ছেলে দিগম্বর জানান, দ্বিতীয় টিকা নেওয়ার পরই বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, যেমন হালকা জ্বর, গায়ের বিভিন্ন জায়গায় চুলকুনি বা ব়্যাশ ইত্যাদি। এরপরই তাঁকে পার্তুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে কিছু ওষুধ দোওয়ার পর কিছুটা সুস্থ হন তিনি। সম্প্রতি তাঁর ভ্যাকসিনের দুটি ডোজ়ের সার্টিফিকেট যাচাই করতেই এই ভুল চোখে পড়ে।

ইতিমধ্যেই পরিবারের তরফে গ্রামে স্বাস্থ্য আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছে। কীভাবে এই গোলমাল হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সরকারের তরফে স্পষ্টভাবেই জানানো হয়েছিল, প্রথম টিকা যে সংস্থার নেওয়া হবে, দ্বিতীয় টিকাও সেই সংস্থারই দিতে হবে। নাহলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

উল্লেখ্য, এর আগে উত্তর প্রদেশেও একই ঘটনা ঘটেছিল। সেখানেও এক ব্যক্তিকে স্বাস্থ্যকেনদ্রে কোভ্যাক্সিনের বদলে দ্বিতীয় ডোজ় হিসাবে কোভিশিল্ড দিয়ে দেওয়া হয় ভুল করে।

আরও পড়ুন: কোভ্যাক্সিনের ফর্মুলা অন্য সংস্থাকে দিতে রাজি ভারত বায়োটেক, শীঘ্রই মিটতে পারে টিকার আকাল