IED Blast: মাওবাদীদের বিস্ফোরণে গাড়ির অংশ গাছে, শহিদ ৮ জওয়ান-সহ ৯

IED Blast: বস্তারের ইন্সপেক্টর জেনারেল(আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদী দমনে যৌথ অভিযান শেষে ফিরছিলেন ওই জওয়ানরা। একটি স্করপিও গাড়িতে ফিরছিলেন তাঁরা। কুতরু থানা এলাকায় আম্বেলি গ্রামে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

IED Blast: মাওবাদীদের বিস্ফোরণে গাড়ির অংশ গাছে, শহিদ ৮ জওয়ান-সহ ৯
বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 6:23 PM

বিজাপুর: ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযান চলছে। তারই মধ্যে প্রত্যাঘাত করল মাওবাদীরা। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি উড়িয়ে দিল। আর সেই বিস্ফোরণে মৃত্যু হল দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-র ৮ জওয়ান ও গাড়িচালকের। সোমবার ছত্তীসগঢ়ের বিজাপুরে এই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

বস্তারের ইন্সপেক্টর জেনারেল(আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদী দমনে যৌথ অভিযান শেষে ফিরছিলেন ওই জওয়ানরা। একটি স্করপিও গাড়িতে ফিরছিলেন তাঁরা। কুতরু থানা এলাকায় আম্বেলি গ্রামে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়। এমকি, গাড়ির অংশ গাছের ডালে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জওয়ান ও গাড়িচালকের। গুরুতর জখম হয়েছেন আরও ৬ জওয়ান।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন, “মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাই। জওয়ানদের এই আত্মত্যাগ ব্যর্থ হবে না। মাওবাদীদের নির্মূল করতে আমাদের লড়াই জারি থাকবে।” জওয়ানদের মৃত্যুকে শোকপ্রকাশ করে ছত্তীসগঢ়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও জানিয়েছেন, মাওবাদী দমন অভিযান জারি থাকবে। খুব তাড়াতাড়ি ছত্তীসগঢ় মাওবাদী-মুক্ত হবে।

এই খবরটিও পড়ুন

জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু, আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের জওয়ানদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করব আমরা।”

প্রায় ২ বছর পর নিরাপত্তাবাহিনীর উপর এত বড় হামলা চালাল মাওবাদীরা। এর আগে ২০২৩ সালের ২৬ এপ্রিল দান্তেওয়াড়া জেলায় একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। ১০ পুলিশকর্মী ও গাড়িচালক সেই বিস্ফোরণে মারা যান।