Gujarat: পড়ে থাকল সব আরাম, মাত্র নয় বছয় বয়সে সন্ন্যাস নিল হিরে ব্যবসায়ীর কন্যা

Gujarat diamond merchant's girl become monk: মাত্র ৯ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করল গুজরাটের সুরাটের এক হিরে ব্যবসায়ীর মেয়ে।

Gujarat: পড়ে থাকল সব আরাম, মাত্র নয় বছয় বয়সে সন্ন্যাস নিল হিরে ব্যবসায়ীর কন্যা
মাত্র নয় বছর বয়সেই সন্ন্যাস গ্রহণ করল দেবাংশি সাংভি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 10:00 AM

সুরাট: তার বাবা এক ধনী হিরা ব্যবসায়ী। কাজেই জীবনে তার আরামের অভাব ছিল না। তার বয়সও মাত্র নয়। কিন্তু, এই বয়সেই সন্ন্যাস গ্রহণ করল দেবাংশি সাংভি। তার বাবা ধনেশ সাংভি হলেন সুরাটের প্রায় তিন দশকের পুরোনো হিরা পালিশ এবং রপ্তানি সংস্থা সাংভি অ্যান্ড সন্সের মালিক। বুধবার (১৮ জানুয়ারি), জৈন সন্ন্যাসী আচার্য বিজয় কীর্তিয়াশসুরি এবং আরও শত শত মানুষের উপস্থিতিতে সুরাটের ভেসু এলাকায় দীক্ষা গ্রহণ করেছে দেবাংশি। এখন সে যআবতীয় বস্তুগত আরাম এবং ভোগবিলাস ত্যাগ করবে। এই ‘দীক্ষা’ গ্রহণের অনুষ্ঠান শুরু হয়েছিল গত শনিবার।

খুব অল্প বয়স থেকেই দেবাংশীর আধ্যাত্মিক জীবনের প্রতি ঝোঁক তৈরি হয়েছিল। আগেই অন্যান্য জৈন সন্ন্যাসীদের সঙ্গে সে প্রায় ৭০০ কিলোমিটার পথ হেঁটেছিল। এই বয়সেই সে পাঁচটি ভাষা জানে। এছাড়া আরও অন্যান্য দক্ষতাও রয়েছে। বুধবার সে দীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু আগে থেকেই তার মধ্যে ধর্মীয় প্রবণতা দেখা গিয়েছিল। খুব অল্প বয়স থেকেই সে তপস্বী জীবন অনুসরণ করেছে।

দেবাংশী ‘দীক্ষা’ নেওয়ার একদিন আগে, মঙ্গলবার সুরাট শহরে ধুমধাম করে একটি ধর্মীয় মিছিল বের করা হয়। বেলজিয়ামেও একই ধরনের একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। কারণ, জৈন সম্প্রদায়ের বেশ কয়েকজন হিরা ব্যবসায়ীর মতো সাংভিদের সঙ্গেও বেলজিয়ামের ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেবাংশীর এক চার বছরের বোনও রয়েছে। সে অবশ্য এখনও সন্ন্যাস জীবনের দিকে ঝোঁক দেখায়নি।