AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAG Report in Assembly: কৃষকের টাকায় গাড়ি চড়েছেন সরকারি বাবুরা, বিধানসভায় জমা পড়ল রিপোর্ট

CAG Report in Assembly: যে টাকা কৃষকদের উন্নতি, ফার্টিলাইজ়ার প্রদান, প্রশিক্ষণ ও ভর্তুকি প্রদানের জন্য ব্যবহার করার কথা ছিল সেই টাকা সফর সেরেছেন আমলা-মন্ত্রীরা।

CAG Report in Assembly: কৃষকের টাকায় গাড়ি চড়েছেন সরকারি বাবুরা, বিধানসভায় জমা পড়ল রিপোর্ট
Image Credit: Getty Image | X
| Updated on: Aug 01, 2025 | 12:17 PM
Share

ভোপাল: কৃষকের জন্য প্রদত্ত অনুদানে চলেছে সরকারি বাবুদের গাড়ি। বৃহস্পতিবার বিধানসভায় কৃষকদের ফার্টিলাইজ়ার ডেভেলপমেন্ট ফান্ড সংক্রান্ত CAG রিপোর্ট জমা পড়তেই হইচই পড়ল মধ্যপ্রদেশে।

কী দেখা গেল সেই রিপোর্টে?

সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত ক্যাগ রিপোর্ট বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত কৃষকদের জন্য অনুমোদিত টাকায় সরকারি বাবু বিশেষ করে আমলা, মন্ত্রীদের গাড়িতে তেল ভরানো, গাড়ি সার্ভিসিং করানো ও চালকদের বেতন দেওয়ার কাজ হয়েছে। অর্থাৎ যে টাকা কৃষকদের উন্নতি, ফার্টিলাইজ়ার প্রদান, প্রশিক্ষণ ও ভর্তুকি প্রদানের জন্য ব্যবহার করার কথা ছিল সেই টাকা সফর সেরেছেন আমলা-মন্ত্রীরা।

এই সময়কালে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহন। ২০১৮ সালে বিজেপিকে হারিয়ে কংগ্রেস শাসন ভার পায়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন কমলনাথ। তবে ১ বছরের মধ্য়ে সেই সরকার পড়ে যায় ও শিবরাজ সিং চৌহন আবার ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। পরবর্তীতে সেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর পদ পান তিনি।

ওই ক্যাগ রিপোর্টে আরও বলা হয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত অনুদানের মধ্য়ে ২.২৫ কোটি টাকা খরচ করা হয়েছে মাত্র ২০টি সরকারি গাড়িতে। পাশাপাশি, এই পাঁচ বছরে কৃষকদের জন্য ধার্য করা টাকার প্রায় ৯০ শতাংশই খরচ করা হয়েছে রাজ্যের সরকারি গাড়িগুলিতে। এর আগে গতবছরও সে রাজ্য়ের স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনের এই গাড়ির পিছনের ব্যাপুল খরচ নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন কর্পোরেশনের এক আধিকারিক বলেছিলেন, এই গাড়িগুলি তো কৃষকদের ঠিক ভাবে ফার্টিলাইজ়ার প্রদান করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে টহলদারির কাজে ব্যবহার হয়। তবে চলতি বছরে প্রকাশিত ক্যাগ রিপোর্টে আধিকারিকের সেই যুক্তি খারিজ করে বলা হয়েছে, সরকারি গাড়ির খরচ এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যগুলিকেই ছাপিয়ে গিয়েছে।